আজ ভোরে সিলেটে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ১৫ জন নির্মাণ শ্রমিকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ভারপ্রাপ্ত কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক হারুনুর রশিদ খান ও সাধারণ সম্পাদক এডভোকেট আতিকুর রহমান।
এক যৌথ শোকবার্তায় নেতৃদ্বয় নিহত শ্রমিকদের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। তাঁরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিহতদের ভুলত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা করেন এবং নেক আমল সমূহ কবুল করে তাঁদেরকে জান্নাতের উঁচু মাকাম দান করার জন্য কায়মনোবাক্যে দোয়া করেন। আহত শ্রমিকদের দ্রুত সুস্থতার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য কামনা করেন।
নেতৃদ্বয় নিহত শ্রমিকদের পরিবারকে উপযুক্ত ক্ষতি পূরণ দেওয়ার জন্য সরকারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। একই সাথে হাসপাতালে চিকিৎসাধীন শ্রমিকদের চিকিৎসা ব্যয় বহন করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
উল্লেখ্য সিলেটের আম্বরখানা থেকে অন্তত ৩০ জন নির্মাণ শ্রমিক কাজের উদ্দেশ্যে পিকআপ ভ্যানে করে ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজারে যাচ্ছিলেন। পথে সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমা নাজিরবাজারে ট্রাকের সাথে পিকআপের মুখোমুখি সংঘর্ষ ঘটে। সর্বশেষ তথ্যমতে, এতে ১৫ জন শ্রমিক নিহত ও ১৫ জন গুরুত্বর আহত হয়ে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। নিহতদের মধ্যে একজন নারী শ্রমিক রয়েছেন।