বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি সাবেক এমপি আ ন ম শামসুল ইসলাম বলেন, অর্থনৈতিক স্বাবলম্বিতা, ন্যায়বিচার, সুশাসন, বৈষম্যহীন সমাজব্যবস্থা, শোষণ-বঞ্চনার অবসান ঘটিয়ে স্বাধীনতার সুফল গণমানুষের দোড়গোড়ায় পৌঁছাতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। গতকাল ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে এক বিবৃতিতে তিনি এই কথা বলেন।
তিনি আরো বলেন, আজ অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে স্বাধীনতার ৪৯ বছর পরেও জনগণের স্বাস্থ্যের কোনো নিরাপত্তা নেই। চিকিৎসক, স্বাস্থ্য সেবা কর্মী ও জনগণের সেবায় নিয়োজিত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরও স্বাস্থ্য সুরক্ষার পর্যাপ্ত সরঞ্জামাদি নেই। এমন প্রেক্ষাপটে মহান স্বাধীনতা দিবস পালন করতে হচ্ছে।যার অন্যতম কারণ রাজনৈতিক বিভাজন, লাগামহীন দুর্নীতি, গণতন্ত্র ও গণতান্ত্রিক মূল্যবোধ ধ্বংসের কারণে স্বাধীনতার ৪ দশক পরেও আমাদের এই মহান স্বাধীনতা পুরোপুরি অর্থবহ হয়ে ওঠেনি।
তিনি আরো বলেন, আজ সরকারের প্রচারণায় দেশে উন্নয়ন, শ্রমিকদের ন্যায্য অধিকারের কথার জোয়ার বয়ে গেলেও বাস্তবে শ্রমজীবী মানুষের জীবন যাত্রায় এর কোন প্রভাব পড়েনি।এমনকি দেশের এই মহা দুর্যোগের সময় শ্রমিকরা তাদের চিকিৎসা সেবার অধিকারও পাচ্ছেনা তাই অর্থনৈতিক স্বাবলম্বিতা, ন্যায়বিচার, সুশাসন, বৈষম্যহীন সমাজব্যবস্থা, শোষণ-বঞ্চনার অবসান ঘটিয়ে স্বাধীনতার সুফল গণমানুষের দোড়গোড়ায় পৌঁছাতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার মাধ্যমে মহান স্বাধীনতার স্বপ্ন বাস্তবায়িত করতে হবে। আর এই স্বপ্ন বাস্তবায়নের জন্য শ্রমিক কল্যাণ ফেডারেশন তার জন্মলগ্ন থেকেই অবিরাম কাজ করে যাচ্ছে। সর্বপরি মহান স্বাধীনতা দিবসে করোনা ভাইরাসে আক্রান্ত জাতিকে নিরাপদ রাখার লক্ষ্যে পারস্পরিক সাহায্য-সহযোগিতা নিয়ে এগিয়ে আসার জন্য দেশবাসী বিশেষ করে সমাজের বিত্তশালী এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনসহ ট্রেড ইউনিয়নের সর্বস্তরের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানাচ্ছি। আমরা অত্যন্ত বিনয়ের সাথে মহান আল্লাহ তায়ালার কাছে দোয়া করছি তিনি যেন করোনা ভাইরাসের সংক্রমণ থেকে দেশ ও জাতিকে হেফাযত করেন।