বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজশাহী বিভাগ পূর্বের সাধারণ সম্পাদক কাজী আবুল কালাম আযাদের পিতা জালাল উদ্দীনের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি সাবেক এমপি আ ন ম শামসুল ইসলাম ও সাধারণ সম্পাদক আতিকুর রহমান। এক যৌথ শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুম জালাল উদ্দীন এর কথা স্মরণ করে এ শোক প্রকাশ করেন।
শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। নেতৃবৃন্দ মহান আল্লাহ রাব্বুল আলামীনের কাছে দোআ করেন, আল্লাহ যেন তার নেক আমল সমূহ কবুল করে তাকে জান্নাতবাসী করেন এবং তার পরিবার ও আত্মীয় স্বজনকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন।
মরহুম জালাল উদ্দীন মঙ্গলবার বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না-ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০৮ বছর। তিনি ৪ ছেলে ৬ মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মরহুম জালাল উদ্দীন গ্রামের বাড়ী সিরাজগঞ্জ জেলার কাজীপুর উপজেলার নাটুয়াপাড়া ইউনিয়নের বিসুন্দরা গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।