সেবা ও কল্যাণ মূলক কাজের মাধ্যমে শ্রমিকদের ঐক্যবদ্ধ করতে হবে- আ ন ম শামসুল ইসলামসেবা ও কল্যাণ মূলক কাজের মাধ্যমে শ্রমিকদের ঐক্যবদ্ধ করে দুনিয়া ও আখেরাতে কল্যাণে ইসলামী শ্রমনীতির বাস্তবায়নের অনিবার্যতা শ্রমিকদের মাঝে পৌঁছাতে দায়িত্বশীলদের যথাযথ ভূমিকা পালন করতে হবে। ১০ ডিসেম্বর বৃহস্পতিবার বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ২০২১-২২ সেশনের নবনির্বাচিত কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অধিবেশনে সভাপতির বক্তব্যে তিনি এই কথা বলেন।
ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আতিকুর রহমানের সঞ্চালনায় অধিবেশনে ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি অধ্যাপক হারুনুর রশিদ খান, গোলাম রাব্বানী,লস্কর মোঃ তসলিম, আবু তাহের খান,মাষ্টার শফিকুল আলম, কবির আহমেদ, মজিবুর রহমান ভূইয়া,মনসুর রহমান, সহ-সাধারন সম্পাদক এ্যাডভোকেট আলমগীর হুসাইন, অাব্দুস সালাম, মুহিব্বুল্লাহ, ড. সৈয়দ সরোয়ার সিদ্দিকী এস এম লুৎফর রহমান, কোষাধ্যক্ষ আযহারুল ইসলামসহ কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
তিনি বলেন, শ্রমজীবী ও মেহনতী মানুষের যদি অন্তর জয় করতে হয় তাহলে তাদের সমস্যাগুলো উপলব্ধি করতে হবে তাদের পাশে গিয়ে দাঁড়াতে হবে। তাদের পাশে থেকে তাদের সমস্যাগুলো সমাধানের জন্য আমাদের বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে এবং এ-ই সেবামূলক কাজের মাধ্যমে ইসলামী শ্রমনীতির সুফল তাদের বুঝাতে হবে।
তিনি আরো বলেন, শ্রমিকরাই একটি দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। আমাদের দেশের অধিকাংশ জনগোষ্ঠী শ্রমিক।আর এই বিশাল অংশ শ্রমিক তাদের অধিকার থেকে বঞ্চিত। অধিকার হারা শ্রমিকদের যদি আমরা বোঝাতে পারি ইসলামী শ্রমনীতির প্রতিষ্ঠার মাধ্যমে তাদের সত্যিকার অধিকার প্রতিষ্ঠা সম্ভব তাহলে শুধু দেশ বা সমাজ নয় বরং সারা বিশ্বে শান্তি প্রতিষ্ঠা সম্ভব। কিন্তু বর্তমানে শ্রমিকরা জানেইনা ইসলাম তাদের কি অধিকার দিয়েছে।আগামী দিনে শ্রমিকদের অশুভ শক্তির হাত থেকে রক্ষা ও শ্রম সেক্টরে কাঙ্খিত পরিবেশ গড়ে তুলতে হলে ইসলামি শ্রমনীতির প্রতিষ্ঠার কোন বিকল্প নেই। আর সেই লক্ষ্যে পৌঁছাতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের সকল দায়িত্বশীলদের সকল প্রতিকূলতার মাঝেও দাওয়াতি কাজ অব্যাহত রাখতে হবে এবং সর্বপরি মহান আল্লাহর সাহায্যে কামনা করতে হবে।