শ্রমিক অঙ্গনে আদর্শিক ও যোগ্যতাসম্পন্ন নেতৃত্বের শূণ্যতা পূরণ করতে দায়ীত্বশীলদের মেধা, যোগ্যতা দিয়ে সাধ্যমতো কার্যকর ভূমিকা পালনের তাগিদ দিয়েছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি সাবেক এমপি আ ন ম শামসুল ইসলাম। গতকাল ১২ ডিসেম্বর, শনিবার বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগরী দক্ষিণের দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সম্মেলনে প্রধান অতিথি আ ন ম শামসুল ইসলামের পরিচালনায় ২০২১ ও ২০২২ সেশনের জন্য ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি হিসেবে আব্দুস সালাম ও সাধারণ সম্পাদক হাফিজুর রহমান সহ ৩৫ জন কার্যকরী পরিষদ নির্বাচিত হন।
ফেডারেশনের ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি আব্দুস সালামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফিজুর রহমানের পরিচালনায় এসময় অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি অধ্যাপক হারুনুর রশিদ খান,ফেডারেশনের ঢাকা মহানগরী দক্ষিণের অন্যতম উপদেষ্টা মঞ্জুরুল ইসলাম ভূইয়া।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমাদেরকে মনে রাখতে হবে শ্রমিকদের অধিকার আদায় ও তাদের মাঝে ইনসাফ প্রতিষ্ঠা করতে হলে ইসলামী শ্রমনীতির সংগ্রামের বিকল্প কোন রাস্তা নেই। এর জন্য প্রয়োজন সেক্টর ভিত্তিক শ্রমিকদের সুসংগঠিত করা এবং তাদের মাঝে ইসলামী শ্রমনীতির আহ্বান পৌঁছে দেয়া।
তিনি দায়িত্বশীলদের শ্রমিক আন্দোলনের গুরুত্ব তুলে ধরে বলেন, পৃথিবীতে যত বিপ্লব সাধিত হয়েছে তার অধিকাংশই সুসংগঠিত শ্রমিক আন্দোলনের ফসল। তাই আমাদের শ্রমিকদেরকে সুসংগঠিত করতে হবে। শ্রমিকদের সুসংগঠিত করার জন্য ট্রেড ইউনিয়ন আন্দোলনকে আরো বেগবান করতে হবে। প্রতিটি সেক্টরে প্রতিটি পেশায় আমাদের ট্রেড ইউনিয়ন গঠন করতে হবে।
তিনি সর্বপরি দায়ীত্বশিলদের উদ্দেশ্য করে বলেন, আমাদের মনে রাখতে হবে- ইসলামী শ্রমনীতি প্রতিষ্ঠার সংগ্রাম হবে জীবনের অবিচ্ছেদ্য অংশ। এটি যেন কোন ক্রমেই দুনিয়া প্রাপ্তি ও জাহান্নামে যাওয়ার মাধ্যম বা কারণ না হয়।
পরে নবনির্বাচিত মহানগরী সভাপতি আব্দুস সালাম সাধারণ সম্পাদক সহ ৩৫ সদস্য বিশিষ্ট কার্যকরী পরিষদের সদস্যদের শপথ বাক্য পাঠ করান।
সম্মেলনে মহানগরীর নির্বাহী কমিটির সদস্য সহ থানা,ওয়ার্ড ও ট্রেড ইউনিয়নের উল্লেখযোগ্য সংখ্যক ডেলিগেট অংশগ্রহণ করেন।