বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি সাবেক এমপি আ ন ম শামসুল ইসলাম বলেছেন, ট্রেড ইউনিয়ন হচ্ছে শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ের একমাত্র সংগঠন ও শক্তি। শ্রমিকদের ঐক্যবদ্ধ ও সংহত করাই হচ্ছে ট্রেড ইউনিয়নের কাজ। অথচ আমাদের দেশের শ্রমিক কর্মচারীরা এখনো আন্দোলন সংগ্রাম ও মিছিল মিটিং করে তার অর্জিত অধিকার ও অস্তিত্ব রক্ষার জন্য। এ-র অন্যতম কারণ হচ্ছে ইনসাফপূর্ন শ্রমনীতি ও নৈতিকতা সম্পন্ন নেতৃত্ব না থাকা। গতকাল ১৩ ডিসেম্বর, রবিবার বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগরী উত্তরের দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সম্মেলনে প্রধান অতিথি আ ন ম শামসুল ইসলামের পরিচালনায় ২০২১ ও ২০২২ সেশনের জন্য ঢাকা মহানগরী উওরের সভাপতি হিসেবে মোঃ মহিব্বুল্লাহ ও সাধারণ সম্পাদক এইচ এম আতিকুর রহমান সহ ৩৫ জন কার্যকরী পরিষদ নির্বাচিত হন।
ফেডারেশনের ঢাকা মহানগরী উত্তরের সভাপতি মোঃ মহিব্বুল্লাহর সভাপতিত্বে ও সহ-সভাপতি মিজানুল হকের পরিচালনায় এসময় অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন ফেডারেশনের ঢাকা মহানগরী উত্তরের প্রধান উপদেষ্টা সেলিম উদ্দিন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি অধ্যাপক হারুনুর রশিদ খান, লস্কর মোহাম্মদ তসলিম।
প্রধান অতিথি ট্রেড ইউনিয়নের গুরুত্ব তুলে ধরে বলেন, ইতিহাসের সবযুগে শ্রমজীবী মানুষের অস্তিত্ব লক্ষ্য করা গেছে। মানব সভ্যতা যত এগিয়েছে শ্রমিকদের ভূমিকা তত বেড়েছে বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে। প্রত্যেক শ্রেণী-পেশার মানুষের তাদের স্ব স্ব আধিকার উপস্থাপন, আদায়, সংরক্ষণ করার জন্য নিজস্ব সংগঠন থাকা অপরিহার্য। ট্রেড ইউনিয়ন শিল্প কারখানা বাণিজ্যিক প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিক কর্মচারীদের সে রকম একটি সংগঠন, যার মাধ্যমে শ্রমজীবী মানুষ তাদের অর্থনৈতিক ও সামাজিক অধিকার তুলে ধরতে পারে এবং তা আদায় ও সংরক্ষণের জন্য প্রয়োজনে লড়াই ও সংগ্রাম করতে পারে।তাই আগামীদিনে শ্রমিকদের সুসংগঠিত করে তাদের অধিকার বাস্তাবায়নের জন্য প্রতিটি সেক্টরে প্রতিটি পেশায় ট্রেড ইউনিয়নের মাধ্যমে সৎ নেতৃত্ব তৈরী করতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতৃবৃন্দকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
তিনি দায়ীত্বশিলদের উদ্দেশ্য করে বলেন, শ্রমিক অঙ্গনে নিজের যোগ্যতা প্রমাণ দিতে হলে নৈতিক যোগ্যতা, কোরআন-হাদীসের মৌলিক জ্ঞানের পাশাপাশি শ্রম আইন জানা অপরিহার্য। জাহেলিয়াতের সকল চেলেঞ্জ মোকাবেলায় ফেডারেশনের দায়িত্বশীলদের যোগ্যতা আরো বাড়াতে হবে এবং প্রতিটি সেক্টরে প্রতিটি পেশায় নিজ নিজ অবস্থান থেকে কার্যকরী ভূমিকা পালন করতে হবে।
পরে নবনির্বাচিত মহানগরী সভাপতি মোঃ মহিব্বুল্লাহ সাধারণ সম্পাদক সহ ৩৫ সদস্য বিশিষ্ট কার্যকরী পরিষদের সদস্যদের শপথ বাক্য পাঠ করান।
সম্মেলনে মহানগরীর নির্বাহী কমিটির সদস্য সহ থানা,ওয়ার্ড ও ট্রেড ইউনিয়নের উল্লেখযোগ্য সংখ্যক ডেলিগেট অংশগ্রহণ করেন।