বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি সাবেক এমপি আ ন ম শামসুল ইসলাম বলেছেন, ৫২ ভাষা আন্দোলন, উনসত্তরের গণ-অভ্যুত্থান ও একাত্তরের মার্চের অসহযোগ আন্দোলন এবং একাত্তরে মুক্তিযুদ্ধে শ্রমিক ও শ্রমিকনেতাদের ভূমিকা অবিস্মরণীয়। যদিও সেই স্বীকৃতি আজও তাঁরা পাননি।শুধু তাই নয় আজ বিজয়ের ৫০ তম বছর পার করলেও শ্রমিকদের অধিকার আজও প্রতিষ্ঠিত হয়নি। ১৬ ডিসেম্বর, বুধবার বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এই কথা বলেন।
ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আতিকুর রহমানের পরিচালনায় এসময় অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি অধ্যাপক হারুনুর রশিদ খান,গোলাম রাব্বানী,লস্কর মোহাম্মদ তসলিম, মজিবুর রহমান ভূইয়া, সহ- সাধারণ সম্পাদক এডভোকেট আলমগীর হুসাইন, আব্দুস সালাম, মহিব্বুল্লাহ প্রমুখ।
তিনি বলেন, স্বাধীনতার আন্দোলনের সময় কলকাতায় গঠিত বাংলাদেশ জাতীয় মুক্তিসংগ্রাম সমন্বয় কমিটি’র অধিকাংশই ছিলেন শ্রমিকনেতা।আশির দশকে সামরিক স্বৈরশাসনবিরোধী আন্দোলনে নানা প্রলোভনের মধ্যেও শ্রমিকনেতাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। গঠিত হয়েছিল ১৯টি শ্রমিক সংগঠনের সমন্বয়ে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ।এমনকি ব্রিটিশ সাম্রাজ্যবাদবিরোধী আন্দোলন শ্রমিকশ্রেণির অংশগ্রহণের মাধ্যমে সফল হয়েছিলো।এ থেকেই বুঝা যায় যখনই শ্রমিক কৃষক সাধারণ মানুষ যে কোন সংগ্রামে যুক্ত হয়েছেন তখনই এই সংগ্রাম অসীম বলে বলীয়ান হয়ে বিজয়ের ভিত্তি রচনা করেছে।
তিনি আরও বলেন, আজ আমাদের ভাবতে হবে, ইতিহাসের সকল আন্দোলনে শ্রমিকশ্রেণির ত্যাগের পরিমাণ অনুযায়ী, প্রাপ্তির পরিমাণ কতটুকু? কেনো আজও অর্জিত হয়নি শ্রমজীবী মানুষের সত্যিকার অর্থনৈতিক মুক্তি। তাই দেশপ্রেমিক শ্রমিক জনতার স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা ও সত্যিকার অর্থনৈতিক মুক্তি এবং শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের লক্ষ্যেই বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কাজ করে যাচ্ছে। আমরা বিশ্বাস করি একটি ইনসাফভিত্তিক শ্রমনীতির বাস্তবায়নের মাধ্যমেই এদেশের শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠালাভ করবে।এবং আগামীতে শ্রমিকদের সুসংগঠিত করে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা ও শ্রমিকদের অধিকার আদায়ের আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ।
ঢাকা মহানগরীর উত্তরের বিজয় দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখছেন ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি অধ্যাপক হারুনুর রশিদ খান
ঢাকা মহানগরী উত্তর :
বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন ঢাকা মহানগরী উত্তরের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও ঢাকা মহানগরী উত্তরের সভাপতি মোঃ মহিববুল্লাহর সভাপতিত্বে ও মহানগরীর সহ-সাধারণ সম্পাদক আব্দুল মান্নানের পরিচালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি অধ্যাপক হারুনুর রশিদ খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি লস্কর মোঃ তসলিম। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শ্রমিক নেতা হামিদ হোসাইন আজাদ, মোঃ আবু হানিফ প্রমুখ।

চট্টগ্রাম মহানগরী :
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরী আয়োজিত বিজয় দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি ও চট্টগ্রাম মহানগরী সভাপতি মুক্তিযোদ্ধা আবু তাহের খানের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগরী সাধারণ সম্পাদক এস এম লুৎফর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি কবির আহমেদ।
আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফেডারেশনের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য বিশিষ্ট শ্রমিকনেতা মুহাম্মদ ইছহাক।এসময় অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মহানগরী সহ-সাধারণ সম্পাদক মকবুল আহমদ ভুঁইয়া, শ্রমিক নেতা আবু তালেব চৌধুরী, শ্রমিক নেতা মুহাম্মদ নুরুন্নবী প্রমুখ।
কিশোরগঞ্জ জেলা :
বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও আসহায় শ্রমিকদের মাঝে খাবার বিতরণ করা হয়। জেলা শাখার সভাপতি খালেদ হাসান জুম্মনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন ফেডারেশনের কিশোরগঞ্জ জেলা শাখার উপদেষ্টা অধ্যাপক মোসাদ্দেক ভুইয়া।এসময় অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্তিত ছিলেন শহর সভাপতি জহিরুল ইসলাম সদর সভাপতি সাইফুল ইসলাম।