বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম দক্ষিণ জেলার সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়নের উদ্যেগে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত।
ফেডারেশনের ঢেমশা ইউনিয়ন সভাপতি আলহাজ্ব নুরুল আলমের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি সাতকানিয়া-লোহাগাড়ার সাবেক এম,পি আ ন ম শামসুল ইসলাম।এসময় অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ফেডারেশনের সাতকানিয়া উপজেলা সভাপতি মুহাম্মদ রফিকুল ইসলাম,সাবেক ছাত্রনেতা তারেক হোসাইন, উপজেলা, ইউনিয়ন ও ট্রেড ইউনিয়নের দায়িত্বশীলবৃন্দ।

জনাব শামসুল ইসলাম বলেন, প্রতি বছরই শ্রমজীবী মানুষের একটি বিশাল অংশ শীতে নিদারুণ কষ্ট ভোগ করে। একজনের কষ্টে অন্যজনের হাত বাড়িয়ে দেয়া প্রত্যেক মুসলমানের ঈমানী দায়িত্ব। শীতার্তদের কষ্ট দূর করতে বিত্তবান হওয়া শর্ত নয়। সমাজের সকল শ্রেণী-পেশার মানুষ যদি যার যার সাধ্য অনুযায়ী তার পাশের শীতার্ত মানুষটির পাশে দাঁড়ায় তাহলে সহজেই শীতের কষ্ট লাঘব করা সম্ভব।
তিনি আরও বলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সীমিত সামর্থ্য নিয়ে শ্রমজীবী মানুষের দুঃখ-দুর্দশা লাঘবের জন্য পাশে এসে দাঁড়িয়েছে। আগামীতেও দেশের যে কোন ক্রান্তিলগ্নে শ্রমজীবী মানুষের কল্যাণকামিতা অব্যাহত থাকবে,ইনশাআল্লাহ। তিনি ফেডারেশনের সকল পর্যায়ের নেতৃবৃন্দকে যার যার অবস্থান থেকে শীতার্ত শ্রমিকদের পাশে দাঁড়ানোর আহবান জানান।