মালিক শ্রমিক সুসম্পর্কের মাধ্যমে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় সময় উপযোগী নেতৃত্বের প্রয়োজনে শ্রমিক আন্দোলনে যুবকদের এগিয়ে আসার আহবান জানিয়েছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রধান উপদেষ্টা ডাঃ শফিকুর রহমান। গতকাল বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা ও মহানগরীর সভাপতি-সাধারণ সম্পাদক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।
ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি সাবেক এমপি আ ন ম শামসুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আতিকুর রহমানের পরিচালনায় এসময় বিষেশ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংগঠনের অন্যতম উপদেষ্টা মাওলানা আব্দুল হালিম। অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি অধ্যাপক হারুনুর রশিদ খান, গোলাম রাব্বানী, লস্কর মোঃ তসলিম, কবির আহমেদ, মজিবুর রহমান ভূইয়া প্রমূখ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, যাদের হাত দিয়ে দেশের শিল্পখাত এগিয়ে যাচ্ছে সেই শ্রমিকরা আজ অবহেলিত। শ্রমিকরা একদিকে যেমন নিজেদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত তেমনি সামাজিক ভাবেও অবহেলিত। অথচ ইসলামী শ্রমনীতিতে তাদের অবদানের কথা বিবেচনা করে মালিক শ্রমিক সুসম্পর্ককের মাধ্যমে তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার কথা থাকলেও ইসলামী শ্রমনীতির বাস্তবায়ন না থাকায় শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা সম্ভব হয়নি।
তিনি দায়িত্বশীলদের উদ্যেশ্য করে বলেন, আমাদের শ্রমিকদের কাছে যেতে হবে। তাদের আপন করে নিতে হবে। শ্রমিকদের পাশে করুনার দৃষ্টিতে নয় বরং দরদ এবং শ্রদ্ধা নিয়ে তাদের পাশে দাড়াতে হবে। তিনি বলেন আমাদের মনে রাখতে হবে শ্রমিকরা তাদের পরিশ্রমের মাধ্যমে আমাদের দৈনন্দিন জীবনে চলাচল সহজ করে দিয়েছে তাদের এই অবদানের কথা স্বরণ করে তাদের সম্মান দেয়া উচিত। তিনি আরও বলেন, এই শোষিত বঞ্চিত মানুষগুলো একদিকে যেমন লাঞ্চিত হয়ে দুনিয়া হারাচ্ছে অন্যদিকে ইসলামী জীবন বিধান পরিচালনার আহবান না পাওয়ায় আখেরাতও হারাচ্ছে।তাই দায়িত্বশীলদের আখেরাতের জবাবদিহিতার অনূভুতি থেকে এই অসহায় শ্রমিকদের মাঝে ভালোবাসা দিয়ে ইসলামের আহবান পৌঁছাতে হবে।
সভাপতির বক্তব্যে আ ন ম শামসুল ইসলাম বলেন, সংগঠন মজবুত করতে হলে শ্রমিকদের সুসংগঠিত করতে হবে। আর শ্রমিকদের সুসংগঠিত করতে প্রয়োজন সুচিন্তিত পরিকল্পনা। সঠিক পরিকল্পনার মাধ্যমে সংগঠনকে গতিশীল করতে কর্ম বন্টন করতে হবে। তিনি দায়িত্বশীলদের বলেন দেশের প্রতিটি থানায় ট্রেড ইউনিয়ন থাকতে হবে। এই লক্ষ্য বাস্তবায়নে পেশা ভিত্তিক ট্রেড ইউনিয়ন গঠনে প্রতিযোগিতার মানুষিকতা নিয়ে কাজ করার আহবান জানান।
সর্বপরি তিনি দায়িত্বশীলদের বলেন, আখেরাতের জবাবদিহিতার কথা স্বরণ করে যার যার অবস্থান থেকে দায়িত্ব পালন করে যেতে হবে এবং আল্লাহর সাথে সম্পর্ক বৃদ্ধি করতে হবে।