চট্টগ্রাম মহানগরী:
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরী আয়োজিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি ও চট্টগ্রাম মহানগরী সভাপতি মুক্তিযোদ্ধা আবু তাহের খানের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগরী সাধারণ সম্পাদক এস এম লুৎফর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি কবির আহমদ। এসময় আরও বক্তব্য রাখেন ফেডারেশনের মহানগরী সহ-সাধারণ সম্পাদক মকবুল আহমদ,মাওলানা জাহাঙ্গীর আলম প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে কবির আহমদ বলেন, একুশে ফেব্রুয়ারি ১৯৫২’র ভাষা শহিদদের আত্মত্যাগ আজ বিশ্বব্যাপী স্বীকৃত। আন্তর্জাতিকভাবে পালিত হচ্ছে মাতৃভাষা দিবস হিসেবে। এটা আমাদের দেশের জন্য গর্বের বিষয়। এ থেকে আমরা শিক্ষা নিতে পারি, দেশের জন্য, আদর্শের জন্য, ইনসাফের জন্য ত্যাগ-কুরবানি বৃথা যায় না। আজ হোক বা কাল অথবা অনাগত ভবিষ্যতে তা কথা বলবেই। একুশের চেতনা হল নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদ ও প্রতিরোধের চেতনা।
তিনি বলেন, ভাষা আন্দোলনের গৌরবময়, এ দিনে আমরা আবার প্রত্যয়ী হতে চাই, জনগণ তাদের অধিকার প্রতিষ্ঠায় আবার জেগে ওঠবে। সকল জুলুম-নিপীড়নের অবসান ঘটিয়ে ইনসাফপূর্ণ দেশ ও সমাজ গঠনে সাহসী ভূমিকা রাখবে।
ঢাকা মহানগরী উত্তর:
ঢাকা মহানগরী উত্তরের উদ্যেগে রাজধানীর এক মিলনায়তনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও ঢাকা মহানগরী উত্তরের সভাপতি মাও. মো. মহিব্বুল্লার সভাপতিত্বে ও কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সাধারণ সম্পাদক এইচ এম আতিকুর রহমানের পরিচালনায় অন্যান্যেদের মাঝে উপস্থিত ছিলেন মহানগরীর সহ-সাধারণ সম্পাদক আব্দুল মান্নান পান্না, জামিল মাহমুদসহ স্থানীয় শ্রমিক নেতৃবৃন্দ ।
খুলনা মহানগর:
খুলনা মহানগরীর উদ্যেগে স্থানীয় এক মিলনায়তনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মহানগরী সভাপতি আজিজুল ইসলাম ফারাজীর সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি মাষ্টার শফিকুল আলম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্রমিক নেতা আব্দুল খালেক হাওলাদার, শ্রমিক নেতা মাহফুজুর রহমান, খলিলুর রহমান, শহিদুল ইসলাম, মওলানা শাহআলম , কামরুল ইসলামসহ মহানগরী ও স্থানীয় শ্রমিক নেতৃবৃন্দ। পরে প্রধান অতিথির পরিচালনায় ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনা করে আল্লাহর নিকট তাদের শাহাদাতের সর্বোচ্চ মর্যাদার জন্য দোয়া করেন।
সিলেট অঞ্চল:
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট অঞ্চল আয়োজিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অঞ্চল পরিচালক সোহেল আহমদের সভাপতিত্বে এবং অঞ্চল টিম সদস্য হাফিজ ফারুক আহমদের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি হাফিজ আব্দুল হাই হারুন । এসময় অন্যান্য নেতৃবৃন্দর মধ্যে বক্তব্য রাখেন সিলেট মহানগর সভাপতি এডভোকেট জামিল আহমদ রাজু, সিলেট জেলা দক্ষিণ সভাপতি ফখরুল ইসলাম খান, মৌলভীবাজার জেলা সভাপতি আলাউদ্দিন শাহ, হবিগঞ্জ জেলা আব্দুর রউফ বাহার, সুনামগঞ্জ জেলা সভাপতি শাহ আলম ও সিলেট জেলা উত্তর সভাপতি নিজাম উদ্দিন খান।
এসময় উপস্থিত ছিলেন এডভোকেট রেজাউল করিম, হাফিজ আতিকুল ইসলাম, এডভোকেট ইয়াসিন খান, লুৎফর রহমান দুলাল, রেহান উদ্দিন রায়হান, কফিলউদ্দিন আলমগীর প্রমূখ।