বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি লস্কর মোহাম্মদ তাসলিম বলেছেন, করোনাকালীন এই দুর্যোগে সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্থ হয়েছে শ্রমজীবী খেটে খাওয়া মানুষেরা। বিশেষত যেসব শ্রমিকরা দিন মজুর হিসেবে কাজ করে তাদের সীমাহীন দুর্ভোগে পড়তে হয়েছে। করোনার সময়ে অনেক শ্রমিকের ঘরে এক বেলার খাবার পর্যন্তও মজুদ ছিল না। ছিলনা করোনা থেকে বেঁচে থাকার চিকিৎসা সামগ্রী। ফলশ্রুতিতে শ্রমজীবী মানুষের জীবন ও জীবিকা দুটোই হুমকির মুখে পতিত হয়েছে। আজ তিনি স্বাধীনতার পঞ্চাশতম বর্ষপূর্তি উপলক্ষে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শ্রমিক কল্যাণ ফেডারেশন বরিশাল জেলা পূর্বের উদ্যোগে শ্রমিকদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। ফেডারেশনের জেলা সভাপতি জহির উদ্দিন ইয়ামিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কে আর মিজানের পরিচালনায় প্রোগ্রামে বিশেষ অতিথি ছিলেন জেলা শ্রমিক কল্যাণের উপদেষ্টা ড. এক্স এম মাহফুজুর রহমান, বরিশাল অঞ্চলের টিম সদস্য শ্রমিক নেতা মশিউর রহমান, বরিশাল মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাস্টার মিজানুর রহমান, শ্রমিক নেতা নূরুল হক সোহরাব, মাওলানা সাইফুল, মোঃ ইউসুফ প্রমুখ।
ঢাকা মহানগরী উত্তর
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগরী উত্তর শাখার উদ্যোগে মহান স্বাধীনতার পঞ্চাশতম বর্ষপূতি উপলক্ষে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শ্রমিকদের মাঝে খাবার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মহানগরী উত্তরের সহ-সভাপতি মিজানুল হকের সভাপতিত্বে ও পল্লবী থানা দক্ষিণের সভাপতি রফিকুল ইসলামের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি মুজিবর রহমান ভূইয়া। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য ও মহানগরীর উত্তরের সাধারণ সম্পাদক এইচ এম আতিকুর রহমান। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফেডারেশনের পল্লবী দক্ষিণের উপদেষ্টা আবুল কালাম পাঠান, মহানগরী উত্তরের সহ-সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল হালিম, শ্রমিক নেতা আব্দুল কাদেরসহ অন্যান্য নেতৃবৃন্দ।
শরীয়তপুর জেলা
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন শরীয়তপুর জেলা শাখার উদ্যোগে মহান স্বাধীনতার পঞ্চাশতম বর্ষপূতি উপলক্ষে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করে। জেলা সভাপতি ফরিদ হোসাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এড. মহিউদ্দিন মোল্লা শাহীনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আতিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ফেডারেশনের জেলার প্রধান উপদেষ্টা মাওলানা খলিলুর রহমান, কেন্দ্রীয় কোষাধ্যক্ষ আজহারুল ইসলাম, জেলার উপদেষ্টা কেএম মকবুল হোসেন, কেন্দ্রীয় কর্মসংস্থান সম্পাদক আবুল বাশার, মাদারীপুর জেলা ফেডারেশনের সভাপতি দেলোয়ার হোসেন প্রমুখ।
ঝালকাঠি জেলা
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঝালকাঠি জেলা শাখার উদ্যোগে মহান স্বাধীনতার পঞ্চাশতম বর্ষপূতি উপলক্ষে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নৌকা শ্রমিকদের মাঝে নগদ অর্থ বিতরণ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। জেলা সভাপতি মোঃ ফারুক হোসেনের সভাপতিত্বে ও জেলা সাধারণ সম্পাদক মোঃ মিরাজুল ইসলামের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি লস্কর মোহাম্মদ তাসলিম। বিশেষ অতিথি ছিলেন ফেডারেশনের জেলার উপদেষ্টা অধ্যক্ষ মোঃ ফরিদুল হক, বরিশাল অঞ্চলের টিম সদস্য শ্রমিক নেতা মশিউর রহমান। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঝালকাঠি পৌরসভা ফেডারেশনের সভাপতি মোজাম্মেল হক, ট্র্ডে ইউনিয়নের সাধারণ সম্পাদক মুহাম্মদ হেমায়েত উদ্দিনসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
কিশোরগঞ্জ জেলা
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে মহান স্বাধীনতার পঞ্চাশতম বর্ষপূতি উপলক্ষে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ইয়াতিমদের মাঝে নগদ খাবার বিতরণ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। জেলা সভাপতি খালেদ হাসান জুম্মনের সভাপতিত্বে ও সদর উপজেলা শাখার সভাপতি সাইফুল ইসলামের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন ফেডারেশনের জেলার প্রধান উপদেষ্টা অধ্যাপক রমজান আলী। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক জহিরুল ইসলামসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।