বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের মেহেরপুর জেলার মেহেরপুর পৌরসভা সভাপতি শ্রমিক নেতা আবু সাঈদের (৫৮) ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি সাবেক এমপি আ ন ম শামসুল ইসলাম ও সাধারণ সম্পাদক আতিকুর রহমান। এক যৌথ শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের কথা স্মরণ করে এ শোক প্রকাশ করেন।
শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। নেতৃবৃন্দ মহান আল্লাহ রাব্বুল আলামীনের কাছে মরহুমের নেক আমল সমূহ কবুল করে তাকে জান্নাতবাসী ও আত্মীয়স্বজনকে ধৈর্য ধরার শক্তি দান করার জন্য দোয়া করেন।
উল্লেখ্য মরহুম আবু সাঈদ গতকাল রাত ২ ঘটিকার সময় হৃদরোগে আক্রান্ত হলে হাসপাতালে নেওয়ার পথে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না-ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী ও ২ ছেলেসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের জানাযা আজ বাদ জোহর পৌরসভার হোটেল বাজার জামে মসজিদে অনুষ্ঠিত হয়। জানাযা শেষে মরহুমকে পৌরসভার ৮ নং ওয়ার্ড কবরস্থানে দাফন করা হয়।
এ সময় জানাযায় উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলার প্রধান উপদেষ্টা মাওলানা তাজউদ্দীন, জেলা ফেডারেশনের সভাপতি আব্দুর রউফ মুকুলসহ জেলা, উপজেলা ও ট্রেড ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
জনাব মরহুম আবু সাঈদের ইন্তেকালে এছাড়াও গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কুষ্টিয়া-যশোর অঞ্চলের পরিচালক জনাব ইদ্রিস আলী ও কুষ্টিয়া-যশোর অঞ্চলের সহকারী পরিচালক অধ্যাপক মশিউর রহমান।