বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও বাংলাদেশ কৃষিজীবী শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শ্রমিক নেতা আলমগীর হাসান রাজুর বড় ভাই জনাব হাজী আকবার মোল্যার (৬৭) ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ভারপ্রাপ্ত কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক হারুনুর রশিদ খান ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আতিকুর রহমান।
শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। নেতৃবৃন্দ মহান আল্লাহ রাব্বুল আলামীনের কাছে মরহুমের নেক আমল সমূহ কবুল করে তাকে জান্নাতবাসী ও আত্মীয়স্বজনকে ধৈর্য ধরার শক্তি দান করার জন্য দোয়া করেন।
নেতৃবৃন্দ বলেন, মরহুম হাজী আকবর মোল্যা আমৃত্য সমাজসেবায় নিয়োজিত ছিলেন। তিনি চড়পাচুরিয়া ঈদগাহ ও মসজিদ কমিটির দীর্ঘ ১৫ বছর সভাপতির দায়িত্ব পালন করেন। সমাজ ও জনগণের উন্নয়নে তিনি ছিলেন নিবেদিত প্রাণ।
উল্লেখ্য মরহুম হাজী আকবর মোল্যা গতকাল সন্ধ্যা ৬ টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না-ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ২ ছেলেসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের জানাযা আজ সকাল ৯ টায় মরহুমের গ্রামের বাড়ী মাগুড়া জেলার মোহাম্মদপুর উপজেলার চড়পাচুড়িয়া গ্রামের চড়পাচুড়িয়া ঈদগাহে অনুষ্ঠিত হয়। জানাযা শেষে মরহুমকে চড়পাচুড়িয়া সামাজিক কবরস্থানে দাফন করা হয়েছে।