বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ভারপ্রাপ্ত কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক হারুনুর রশিদ খান বলেছেন, মহান বিজয় আমার জাতীয় জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাক হানাদার বাহিনীকে পরাজিত করে বিশ্বের বুকে বাংলাদেশের নাম লিখেছিল এই দেশের কৃষক শ্রমিকসহ মুক্তিকামী জনতা। আজকের এই দিন বাংলাদেশের সামনের দিকে অগ্রসর হওয়ার সাথে ওতপ্রোতভাবে মিশে আছে।
তিনি আজ মহান বিজয় দিবস উপলক্ষ্যে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগর উত্তর কর্তৃক আয়োজিত বর্ণাঢ্য র্যালী ও শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরিউক্ত কথা বলেন। ঢাকা মহানগরী উত্তরের সভাপতি মোঃ মহিব্বুল্লাহর নেতৃত্বে র্যালীটি রাজধানী ঢাকার উত্তর বাড্ডা থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাড্ডা লিংক রোডে গিয়ে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সঞ্চালনা করেন ঢাকা মহানগরী উত্তরের সাধারণ সম্পাদক এইচ এম আতিকুর রহমান। এই সময় উপস্থিত ছিলেন মহানগরী সহ-সভাপতি মিজানুল হক, সহ-সাধারণ সম্পাদক আব্দুল মান্নান পান্না, আতাহার আলী, আব্দুল হালিম, জামিল মাহমুদ প্রমুখ।
অধ্যাপক হারুনুর রশিদ খান বলেন, আমাদের দেশে শ্রমিকরা পদে পদে অবহেলিত ও বঞ্চিত। তারা মালিক পক্ষের শোষণের শিকার। প্রতিনিয়ত শ্রমিকের রক্ত চুষে এক শ্রেণির মালিকপক্ষ সম্পদশালী হচ্ছে। অথচ ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের মূল চেতনা ছিল শোষণ মুক্ত দেশ প্রতিষ্ঠার। যে দেশে ধনী গরিবের মধ্যে কোন অর্থনৈতিক বৈষম্য থাকবে না। মালিক কর্তৃক শ্রমিক শোষিত হবে না। সম্পদের সুষ্ঠু বন্টন হবে। শ্রমিক তার ন্যায্য পারিশ্রমিক পাবে। রাষ্ট্র অন্য দশ জন নাগরিকের মত শ্রমিকের মৌলিক অধিকার বাস্তবায়নে থাকবে সদা তৎপর। স্বাধীনতার ৫০ বছর অতিক্রান্ত হওয়ার পরেও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন হয়নি। ফলে শ্রমজীবী মানুষরা অধিকার বঞ্চিত থেকে গেছে। তাই আজকের দিনে আমাদের শপথ নিতে হবে শ্রমিকের অধিকার বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা লড়াই সংগ্রাম চালিয়ে যাবো।
নিম্মোক্ত মহান বিজয় দিবসের কর্মসূচি পালিত হয়েছে
গাজীপুর মহানগরী
মহান বিজয় দিবস উপলক্ষ্যে শ্রমিক কল্যাণ ফেডারেশনের গাজীপুর মহানগরীর উদ্যোগে আলোচনা সভা ও অসহায় শ্রমিকদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গাজীপুর মহানগরী সহ-সভাপতি মনসুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহবুবুল হাসানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আতিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ফেডারেশনের মহানগরীর উপদেষ্টা খায়রুল হাসান। মহানগরী সহ-সভাপতি ফারদিন হাসান হাসিব সহ মহানগরীর নেতৃবৃন্দ।
ঢাকা মহানগরী দক্ষিণ
মহান বিজয় দিবস উপলক্ষ্যে শ্রমিক কল্যাণ ফেডারেশনের ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে র্যালী ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি আব্দুস সালামের নেতৃত্বে র্যালীটি রাজধানী ঢাকার দৈনিক বাংলা থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফকিরাপুল মোড়ে গিয়ে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সঞ্চালনা করেন ঢাকা মহানগরী দক্ষিণের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান। এই সময় উপস্থিত ছিলেন ফেডারেশনের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক নুরুল আমিন, মহানগরী সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান মাসুম, সহ-সাধারণ সম্পাদক সোহেল রানা মিঠু, মোশারফ হোসেন চঞ্চল, জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি শফিকুল ইসলাম, ঢাকা মহানগর লোকাল গার্মেন্টস শ্রমিক ইউনিয়নের সভাপতি মীর মোহাম্মদ জুলহাস প্রমুখ।
খুলনা মহানগরী
মহান বিজয় দিবস উপলক্ষ্যে শ্রমিক কল্যাণ ফেডারেশনের খুলনা মহানগরীর উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মহানগরী সভাপতি আজিজুল ইসলাম ফারাজীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ফেডারেশনের মহানগরীর প্রধান উপদেষ্টা মাওলানা আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি মাষ্টার শফিকুল আলম, মহানগরীর উপদেষ্টা ফোরকান উদ্দিন মিঠু। এই সময় উপস্থিত ছিলেন মহানগরীর সহ-সভাপতি মাহফুজুর রহমান, সাইফুজ্জামান লাল্টু, শ্রমিক নেতা খলিলুর রহমান ও কামরুল ইসলাম সহ মহানগরীর নেতৃবৃন্দ।
চট্টগ্রাম মহানগরী
মহান বিজয় দিবস উপলক্ষ্যে শ্রমিক কল্যাণ ফেডারেশনের চট্টগ্রাম মহানগরীর চট্টগ্রাম মহানগরী হোটেল এন্ড রেষ্টুরেন্ট শ্রমিক কল্যাণ ইউনিয়নের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন সভাপতি মুহাম্মদ নুরুন্নবীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি ও চট্টগ্রাম মহানগরী সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু তাহের খান। এই সময় উপস্থিত ছিলেন শ্রমিক নেতা আব্দুস সাত্তার, মোঃ হাসান, মোঃ আলামিনসহ মহানগরীর নেতৃবৃন্দ।
কুমিল্লা মহানগরী
মহান বিজয় দিবস উপলক্ষ্যে শ্রমিক কল্যাণ ফেডারেশনের কুমিল্লা মহানগরীর কুমিল্লা আদর্শ সদর দর্জি ইউনিয়নের উদ্যোগে র্যালী ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন সভাপতি জিল্লু রহমানের নেতৃত্বে র্যালীটি নগরীর টমছম ব্রীজ থেকে শুরু হয়ে কোর্ট প্রাঙ্গনে গিয়ে শ্রমিক সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের কুমিল্লা মহানগরী সভাপতি কাজী নজীর আহমদ। এই সময় উপস্থিত ছিলেন ফেডারেশনের সহ-সাধারণ সম্পাদক শাহাদত হোসাইন, শ্রমিক নেতা মাইন উদ্দিন, নিজাম উদ্দিন, কলিম উল্লাহ প্রমুখ।
সিলেট মহানগরী
মহান বিজয় দিবস উপলক্ষ্যে শ্রমিক কল্যাণ ফেডারেশনের সিলেট মহানগরীর উদ্যোগে র্যালী ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সিলেট মহানগরী সভাপতি অ্যাডভোকেট জামিল আহমদ রাজুর নেতৃত্বে র্যালীটি নগরীর সুরমা পয়েন্ট থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আলীয়া মাদরাসার সামনে গিয়ে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সঞ্চালনা করেন মহানগরী সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ রাসেল। সমাবেশে প্রধান অতিথি ছিলেন ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক মাওলানা সোহেল আহমদ। এই সময় উপস্থিত ছিলেন মহানগরী সহ-সাধারণ সম্পাদক কফিল উদ্দিন আলমগীর, আক্কাস আলী, শ্রমিক নেতা আঃ বাছিত, দিলশাদ মিয়া, ইকবাল হোসেন, মুহিবুর রহমান শামীম, রাশিদ আহমদ চৌধুরী প্রমুখ।
রংপুর মহানগরী
মহান বিজয় দিবস উপলক্ষ্যে শ্রমিক কল্যাণ ফেডারেশনের রংপুর মহানগরীর উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মহানগরী সভাপতি অ্যাডভোকেট কাওছার আলীর সভাপতিত্বে ও সহ-সভাপতি মোত্তালেব হোসেনের সঞ্চালনায় এতে মহানগর ও বিভিন্ন থানার নেতৃবৃন্দ আলোচনা পেশ করেন।
মাদারীপুর জেলা
মাদারীপুর জেলার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। এখানে বিভিন্ন পেশার শ্রমজীবী মানুষদের চিকিৎসা সেবা প্রদান করা হয়।
লক্ষ্মীপুর জেলা
লক্ষ্মীপুর জেলার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। এখানে বিভিন্ন পেশার শ্রমজীবী মানুষদের চিকিৎসা সেবা প্রদান করা হয়।
কিশোরগঞ্জ জেলা
মহান বিজয় দিবস উপলক্ষ্যে শ্রমিক কল্যাণ ফেডারেশনের কিশোরগঞ্জ জেলার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
চট্টগ্রাম জেলা দক্ষিণ
মহান বিজয় দিবস উপলক্ষ্যে শ্রমিক কল্যাণ ফেডারেশনের চট্টগ্রাম জেলা দক্ষিণের দোকান কর্মচারী কল্যাণ সমিতির উদ্যোগে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
লোহাগড়া নিমার্ণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বিজয় র্যালী অনুষ্ঠিত হয়েছে।
ফরিদপুর জেলা
মহান বিজয় দিবস উপলক্ষ্যে শ্রমিক কল্যাণ ফেডারেশনের ফরিদপুর জেলার মধুখালি পৌরসভার উদ্যোগে বিজয় র্যালী অনুষ্ঠিত হয়েছে।
লালমনিরহাট জেলা
মহান বিজয় দিবস উপলক্ষ্যে শ্রমিক কল্যাণ ফেডারেশনের লালমনিরহাট জেলার রেলওয়ে এমপ্লয়ীজ লীগের উদ্যোগে বিজয় র্যালী অনুষ্ঠিত হয়েছে।
সিলেট জেলা উত্তর
মহান বিজয় দিবস উপলক্ষ্যে শ্রমিক কল্যাণ ফেডারেশনের সিলেট জেলা উত্তরের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা সংবর্ধনা ও খাবার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। জেলা উত্তরের সভাপতি নিজাম উদ্দীন এতে প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি জেলা সাধারণ সম্পাদক জালাল আহমদ। এই সময় উপস্থিত ছিলেন শ্রমিক নেতা সাইফুল ইসলাম, হাফিজ ফয়েজ আহমদ প্রমুখ।
কক্সবাজার জেলা
মহান বিজয় দিবস উপলক্ষ্যে শ্রমিক কল্যাণ ফেডারেশনের কক্সবাজার জেলার শহর শাখার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন জেলা সাধারণ সম্পাদক মুহাম্মদ মুহসিন। এই সময় উপস্থিত ছিলেন শ্রমিক নেতা মোস্তাক আহমদ, মোক্তার আহমদ প্রমুখ।