আন্তর্র্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের অন্তর্ভুক্ত মহানগরী-জেলা শাখা, জাতীয় ফেডারেশন, ক্রাফট ফেডারেশন ও ট্রেড ইউনিয়নের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। এসব কর্মসূচিতে অংশ নিয়ে নেতৃবৃন্দ বলেন, মেহনতি শ্রমিকের ন্যায্য অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত মে দিবসের চেতনা বাস্তবায়িত হবে না। শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা মে দিবসের অঙ্গীকার।
নেতৃবৃন্দ বলেন, মেহনতি শ্রমিকদের রক্ত-ঘামে রাষ্ট্র পরিচালিত হলেও রাষ্ট্র পরিচালনায় তাদের কোন ভূমিকা নেই। শাসন ক্ষমতায় শ্রমিকদের কোন প্রতিনিধি নেই। ফলে রাষ্ট্রীয় পর্যায়ে শ্রমিকদের সমস্যা নিয়ে কথা বলার মত কেউ থাকে না। অন্যদিকে সকল কল-কারখানায় অবাধ ট্রেড ইউনিয়ন করার অধিকারের কথা বলা হলেও অনেক জায়গায় মালিকপক্ষের চাপে শ্রমিকরা ট্রেড ইউনিয়ন করার অধিকার থেকে বঞ্চিত থাকছে। যারা ট্রেড ইউনিয়ন করছে তাদেরকে মালিকরা অন্যায়ভাবে চাকরিচ্যুত করছে। ফলে শ্রমিকদের ন্যায্য অধিকার নিয়ে অনেক শ্রমিকরা কথা বলতে চায় না। মালিকপক্ষের অন্যায় আচরণ মুখ বুঝে সহ্য করে যাচ্ছে শুধুমাত্র চাকরি হারানোর শঙ্কা থেকে। এই রকম একটি ভীতিকর পরিবেশে শ্রমিকরা কাজ করে যাচ্ছে।
নেতৃবৃন্দ বলেন, আমাদের দেশে বর্তমান বাজার দর অনুযায়ী শ্রমিকের শ্রমের মূল্য দেওয়া হচ্ছে না। ন্যূনতম মজুরি যা ধরা হয়েছে তা দিয়ে শ্রমিকের দুবেলা দুমুঠো ভাত যোগাড় করতে হিমশিম খেতে হচ্ছে। এই বেতনে একজন শ্রমিক তার পরিবার-পরিজন নিয়ে ভালো বাসায় থাকতে পারে না। তাদেরকে মাথা গুজাবার জন্য শহরের ঝুপড়ি ঘর বেঁছে নিতে হচ্ছে। শ্রমিকরা তাদের সন্তানদের বিদ্যালয় পাঠাতে পারে না কেবল অর্থের অভাবে। তাদের জীবনে কোন বিনোদনের ব্যবস্থা নেই। শ্রমিকরা অতিরিক্ত কাজের চাপে প্রতিনিয়ত কোন না কোন অসুখে ভুগে। চিকিৎসার জন্য ভালো হাসপাতালে তারা যেতে পারে না। অন্যদিকে বাংলাদেশের বহু কল-কারখানায় এখনো শ্রমিকের জীবনের নিরাপত্তা নিশ্চিত করা যায়নি। প্রতিদিন কর্মক্ষেত্রে দুর্ঘটনার শিকার হচ্ছে বহু শ্রমিক। দুর্ঘটনার শিকার শ্রমিকদের তাৎক্ষণিকভাবে নামাকাওয়াস্তে সাহায্য করলেও দীর্ঘমেয়াদী চিকিৎসায় কেউ এগিয়ে আসে না। ফলে ঐ শ্রমিকের পরিবারটি নিঃস্ব হয়ে যায়।
নেতৃবৃন্দ বলেন, ২০২২ সালের শ্রমিক দিবসের দাবি হচ্ছে রাষ্ট্র ক্ষমতায় শ্রমিকের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। শ্রমিকরা যেন রাষ্ট্র হতে সমাজ সর্বক্ষেত্রে নিজেদের সমস্যা তুলে ধরতে পারে সেই জন্য প্রতিটি কাঠামোতে পর্যাপ্ত প্রতিনিধি রাখতে হবে। দেশের শ্রম আইন ও আইএলও নীতিমালা শতভাগ বাস্তবায়ন করতে হবে। শ্রমিকের ন্যায্য অধিকার আদায়ের জন্য বর্তমান সময়ের আলোকে শ্রম আইনকে যুগোপযোগী করতে হবে। শ্রমিকের ন্যূনতম মজুরি ২০ হাজার টাকা করতে হবে। শ্রমজীবী মানুষের জন্য বাসস্থান, রেশনিং, চিকিৎসা ও তাদের সন্তানদের বিনামূল্যে শিক্ষার অধিকার নিশ্চিত করতে হবে। নারী ও পুরুষ শ্রমিকদের মধ্যে বৈষ্যম সৃষ্টি করা যাবে না। তাদের বেতন-ভাতা সমান করতে হবে। সকল বন্ধকৃত কল-কারখানা ও পাটকল অবিলম্বে চালু করতে হবে। সর্বক্ষেত্রে ইনসাফ প্রতিষ্ঠার জন্য ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন করতে হবে।
নিম্মোক্ত শাখায় আন্তর্জাতিক শ্রমিক দিবসের প্রধান প্রধান কর্মসূচিগুলো পালিত হয়েছে
ঢাকা মহানগরী উত্তর
আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগরী উত্তরের উদ্যোগে রাজধানী ঢাকার উত্তরাতে বর্ণাঢ্য র্যালি ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মহানগরী উত্তরের সভাপতি মোহাম্মদ মহিব্বুল্লাহর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি লস্কর মুহাম্মদ তসলিম। এই সময় উপস্থিত ছিলেন মহানগরী সহ-সভাপতি মিজানুল হক, সাধারণ সম্পাদক এইচ এম আতিকুর রহমান, সহ-সাধারণ সম্পাদক আব্দুল মান্নান পান্না, জামিল মাহমুদ প্রমুখ।
ঢাকা মহানগরী দক্ষিণ
আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে রাজধানী ঢাকার যাত্রাবাড়ীতে বর্ণাঢ্য র্যালি ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মহানগরী দক্ষিণের সভাপতি আব্দুস সালামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি কবির আহমাদ। এই সময় উপস্থিত ছিলেন ফেডারেশনের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক নুরুল আমিন, মহানগরী সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, সহ-সাধারণ সম্পাদক সোহেল রানা মিঠু প্রমুখ।
চট্টগ্রাম মহানগর
আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মহানগর সভাপতি বীরমুক্তিযোদ্ধা আবু তাহের খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম লুৎফর রহমানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন মহানগর ফেডারেশনের প্রধান উপদেষ্টা মুহাম্মদ শাজাহান। এই সময় উপস্থিত ছিলেন মহানগরী সহ-সাধারণ সম্পাদক মকবুল আহমাদ, শ্রমিক নেতা নুরুন্নবী, অফিস সম্পাদক শ স শামীম প্রমুখ।
গাজীপুর মহানগর
আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে শ্রমিক কল্যাণ ফেডারেশন গাজীপুর মহানগরের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মহানগর সহ-সভাপতি ফারদিন হাসান হাসিবের সভাপতিত্বে ও প্রচার ও প্রকাশনা সম্পাদক গোলাম মাওলা সেলিমের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি মনসুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ফেডারেশনের উপদেষ্টা হোসেন আলী। এই সময় উপস্থিত ছিলেন মহানগরী সহ-সাধারণ সম্পাদক নুরে আলম ভুঁইয়া, শ্রমিক নেতা নুরুজ্জামান ফকির প্রমুখ।
সিলেট মহানগর
আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগরের উদ্যোগে সিলেটের জিন্দাবাজারে বর্ণাঢ্য র্যালি ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মহানগর সভাপতি এডভোকেট জামিল আহমাদ রাজুর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক সোহেল আহমেদ। এই সময় উপস্থিত ছিলেন ফেডারেশনের সিলেট দক্ষিণ জেলা সভাপতি ফখরুল ইসলাম খান, মহানগরী সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ রাসেল ও উত্তর জেলা সাধারণ সম্পাদক জালাল আহমেদ প্রমুখ।
কুমিল্লা মহানগরী
আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে শ্রমিক কল্যাণ ফেডারেশন কুমিল্লা মহানগরীর উদ্যোগে টমছম ব্রীজ এলাকায় বর্ণাঢ্য র্যালি ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মহানগরী সহ-সভাপতি সফি উল্লাহর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ফেডারেশনের মহানগরী উপদেষ্টা ও সাবেক মহানগরী সভাপতি মাষ্টার আমিনুল হক। বিশেষ অতিথি ছিলেন ফেডারেশনের উপদেষ্টা মোহাম্মদ হোসাইন। এই সময় উপস্থিত ছিলেন মহানগরী সাধারণ সম্পাদক অধ্যাপক রফিকুল ইসলাম, শ্রমিক নেতা আব্দুল হাই, মাইনউদ্দিন সরকার প্রমুখ।
বরিশাল মহানগর
আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে শ্রমিক কল্যাণ ফেডারেশন বরিশাল মহানগরের উদ্যোগে শ্রমজীবী মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। মহানগরী সহ-সভাপতি মাস্টার মিজানুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্প্দাক জাফর ইকবালের সঞ্চালনায় এই সময় উপস্থিত ছিলেন শ্রমিক নেতা নুরুল ইসলানম নওশাদ, ইব্রাহিম খলিল মিরাজ, ইমরান হাসান প্রমুখ।
খুলনা মহানগরী
আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে শ্রমিক কল্যাণ ফেডারেশন খুলনা মহানগরীর উদ্যোগে অসহায় ও এতিম শিশুদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করা হয়েছ। মহানগরী সভাপতি আজীজুল ইসলাম ফারাজীর সভাপতিত্বে ও সাধারণ সম্প্দাক মাহফুজুর রহমানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন ফেডারেশনের মহানগরীর উপদেষ্টা অধ্যাপক মাহফুজুর রহমান। এই সময় উপস্থিত ছিলেন শ্রমিক নেতা মশিউর রহমান রমজান, মাসুম বিল্লাহ মজুমদার, আব্দুল বারেক প্রমুখ।
ঢাকা জেলা দক্ষিণ
আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা জেলা দক্ষিণের উদ্যোগে কেরাণীগঞ্জে বর্ণাঢ্য র্যালি ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে সভাপতিত্ব করেন জেলা সভাপতি ডা. আব্দুল্লাহ হীরা ও সঞ্চালনা করেন আব্দুর রহমান। এতে বিভিন্ন পর্যায়ের শ্রমিক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
ঠাকুরগাঁও জেলা
আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে শ্রমিক কল্যাণ ফেডারেশন ঠাকুরগাঁও জেলার বিভিন্ন ট্রেড ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
নোয়াখালী জেলা
আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে শ্রমিক কল্যাণ ফেডারেশন নোয়াখালী জেলার উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে সভাপতিত্ব করেন জেলা সভাপতি এডভোকেট জহিরুল আলম।
বগুড়া শহর
আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে শ্রমিক কল্যাণ ফেডারেশন বগুড়া শহরের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে সভাপতিত্ব করেন শহর সভাপতি আজগর আলী। এতে প্রধান অতিথি ছিলেন ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক আব্দুল মতিন।
নওগাঁ জেলা
আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে শ্রমিক কল্যাণ ফেডারেশন নওগাঁ জেলার উদ্যোগে শ্রমজীবী মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
লক্ষ্মীপুর জেলা
আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে শ্রমিক কল্যাণ ফেডারেশন লক্ষ্মীপুর জেলার উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সিলেট জেলা দক্ষিণ
আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট জেলা দক্ষিণের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
চট্টগ্রাম জেলা দক্ষিণ
আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম জেলা দক্ষিণের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বাগেরহাট জেলা
আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে শ্রমিক কল্যাণ ফেডারেশন বাগেরহাট জেলার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মৌলভীবাজার জেলা
আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে শ্রমিক কল্যাণ ফেডারেশন মৌলভীবাজার জেলার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
কক্সবাজার জেলা
আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে শ্রমিক কল্যাণ ফেডারেশন কক্সবাজার জেলার উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
যশোর জেলা পশ্চিম
আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে শ্রমিক কল্যাণ ফেডারেশন যশোর জেলা পশ্চিমের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
পিরোজপুর জেলা
আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে শ্রমিক কল্যাণ ফেডারেশন পিরোজপুর জেলার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ফেনী জেলা
আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে শ্রমিক কল্যাণ ফেডারেশন ফেনী জেলার উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রংপুর মহানগরী
আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে শ্রমিক কল্যাণ ফেডারেশন রংপুর মহানগরীর উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রাঙ্গামাটি জেলা
আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে শ্রমিক কল্যাণ ফেডারেশন রাঙ্গামাটি জেলার উদ্যোগে শ্রমজীবী মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
নরসিংদী জেলা
আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে শ্রমিক কল্যাণ ফেডারেশন নরসিংদী জেলার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রাজবাড়ী জেলা
আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজবাড়ী জেলার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রাজশাহী জেলা পূর্ব
আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজশাহী জেলা পূর্বের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
কিশোরগঞ্জ জেলা
আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে শ্রমিক কল্যাণ ফেডারেশন কিশোরগঞ্জ জেলার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।