বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি কবির আহমাদ বলেছেন, সিলেটে এখন ইতিহাসের ভয়াবহ মানবিক বিপর্যয় চলছে। এই বিপর্যয়ে সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন এই অঞ্চলের শ্রমজীবী মানুষরা। আকস্মিক বন্যায় নিম্ম আয়ের শ্রমিকরা কর্ম হারিয়ে মানবেতর জীবন-যাপন করছে। শ্রমিক কল্যাণ ফেডারেশন বন্যার শুরু থেকে সাধ্যের সবটুকু নিয়ে শ্রমজীবী মানুষসহ বন্যা দুর্গত পাশে এসে দাঁড়িয়েছে। শ্রমজীবী মানুষের এই দুর্দিনে জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে এগিয়ে আসতে হবে। বন্যা দুর্গত শ্রমজীবী মানুষের দুর্ভোগ লাঘবে এগিয়ে আসার জন্য সকলের প্রতি আহ্বান জানাচ্ছি।
তিনি আজ সুনামগঞ্জ জেলার উদ্যোগে সুনামগঞ্জ পৌরসভা, শান্তিগঞ্জ উপজেলা ও সদর উপজেলার লক্ষণ শ্রী ইউনিয়নসহ জেলার বিভিন্ন স্থানে বন্যা দুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ কালে এসব কথা বলেন। এই সময় আরও উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক মাওলানা সোহেল আহমাদ, সিলেট মহানগর সভাপতি এডভোকেট জামিল আহমাদ রাজু, সুনামগঞ্জ জেলা সভাপতি শাহ আলম, পরিবহন শ্রমিক ফেডারেশনের জেলা সভাপতি মুসাদ্দিক হোসেন, শ্রমিক নেতা মতিউর রহমান, সিরাজুল ইসলাম ওলি, মতিউর রহমান নিজামী প্রমুখ।
সিলেট মহানগর: বাংলাদেশ পরিবহন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সিলেট মহানগরের উদ্যোগে বন্যা দুর্গত পরিবহন শ্রমিকদের মাঝে ত্রাণ বিতরণ করেন পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি কবির আহমাদ। এই সময় আরও উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক মাওলানা সোহেল আহমাদ, সিলেট মহানগর সভাপতি এডভোকেট জামিল আহমাদ রাজু, সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ রাসেল প্রমুখ।
রংপুর: বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের রংপুর মহানগরের উদ্যোগে গংগাচড়া উপজেলার লক্ষ্মীটারী ইউনিয়নের বন্যা দুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন ফেডারেশনের মহানগর সভাপতি এডভোকেট কাওছার আলী। এই সময় আরও উপস্থিত ছিলেন রংপুর জেলা সভাপতি আব্দুল গনী, গংগাচড়া উপজেলার উপদেষ্টা রায়হান উদ্দিন সিরাজ, ফেডারেশনের উপজেলা সভাপতি বেলাল হোসেন।
সিলেট জেলা দক্ষিণ: বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সিলেট জেলা দক্ষিণের উদ্যোগে বিয়ানীবাজার উপজেলায় বন্যা দুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন ফেডারেশনের সিলেট জেলা দক্ষিণের সভাপতি ফখরুল ইসলাম খান। এই সময় আরও উপস্থিত ছিলেন জেলা সাধারণ সম্পাদক হাফিজ আতিকুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক আশিকুর রহমান বেলাল, বিয়ানীবাজার উপজেলা সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক জামিল আহমদ।