বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ভারপ্রাপ্ত কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক হারুনুর রশিদ খান বলেছেন, শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য রাষ্ট্রকে পুনর্গঠন করতে হবে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের কল্যাণ নিশ্চিত করতে হলে জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে। কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য এর বিকল্প নেই।
তিনি আজ রাজধানীর একটি মিলনায়তনে মহান বিজয় দিবস উপলক্ষ্যে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন। ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এডভোকেট আতিকুর রহমান-এর সঞ্চালনায় এতে আরও আলোচনা পেশ করেন ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি গোলাম রব্বানী, লস্কর মোঃ তসলিম, কবির আহমাদ, সহ-সাধারণ সম্পাদক এডভোকেট আলমগীর হোসাইন, কোষাধ্যক্ষ আজহারুল ইসলাম। এতে আরও উপস্থিত ছিলেন ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক আব্দুস সালাম, প্রচার সম্পাদক জামিল মাহমুদ, আইন-আদালত সম্পাদক সোহেল রানা মিঠুসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অধ্যাপক হারুনুর রশিদ খান বলেন, স্বাধীনতার প্রকৃত স্বাদ জাতি এখনো পায়নি কেবল রাজনৈতিক দলগুলোর অনৈক্য ও বিভেদের কারণে। ক্ষমতার লোভে পড়ে তারা দিশাহীন হয়ে গেছে। মেহনতি মানুষের জন্য একটি কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠা করা যে আমাদের স্বাধীনতার মূল লক্ষ্য এটি তারা বেমালুম ভুলে গেছে। তাদের এই ভুলের কারণে দেশের শ্রমজীবী খেটে খাওয়া মানুষকে প্রতিনিয়ত সংগ্রাম করতে হচ্ছে। যখন যে দল ক্ষমতার মসনদে বসে তখন তারা রাষ্ট্রের উঁচুবিত্তদের সরকারে পরিণত হয়। অথচ দুই-তৃতীয়াংশ শ্রমিকের ভোটে নির্বাচিত সরকারকে শ্রমবান্ধব হওয়ার কথা ছিল। শ্রমিকদের স্বার্থ-অধিকার আদায়ে সরকারকে আপোষহীন হওয়ার কথা। তারা শ্রমিকবান্ধব তো হয়নি উল্টো প্রতিটি সরকার শ্রমিকদের পিষে মারার প্রধান দানবে পরিণত হয়েছে।
তিনি আরও বলেন, শ্রমিকদের অধিকার ও ন্যায্য দাবি আদায়ের সংগ্রামকে আমাদের আরও জোরদার করতে হবে। সকল পেশার শ্রমিকদের নিয়ে জাতীয় স্বার্থে বৃহত্তর ঐক্য গড়ে তুলতে হবে। শ্রমিকদের সমস্যা দূরীকরণ হবে আমাদের মূল লক্ষ্য। এই অভীষ্ট লক্ষ্য অর্জনে নিরলসভাবে কাজ করে যাবো। যতদিন না পর্যন্ত বিজয়ের কাক্সিক্ষত স্বাদ শ্রমিকের ঘরে পৌঁছেছে ততদিন পর্যন্ত আমরা থামবো না। বরং আমাদের অগ্রযাত্রা আরও বেশি শাণিত করবো।
এছাড়াও নিম্মোক্ত শাখায় মহান বিজয় দিবস ও শ্রমিক সেবা পক্ষের কর্মসূচি পালিত হয়েছে
ঢাকা মহানগরী উত্তর: মহান বিজয় দিবস উপলক্ষ্যে ঢাকা মহানগরী উত্তরের উদ্যোগে শ্রমিকদের মাঝে খাদসামগ্রী বিতরণ করা হয়েছে। মহানগরী সভাপতি মোঃ মহিব্বুল্লাহ-এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এইচ এম আতিকুর রহমান-এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন ফেডারেশনের ভারপ্রাপ্ত কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক হারুনুর রশিদ খান। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সহ-সভাপতি কবির আহমদ।
ঢাকা মহানগরী দক্ষিণ: মহান বিজয় দিবস উপলক্ষ্যে ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মহানগরী সভাপতি আব্দুস সালাম-এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফিজুর রহমান-এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন ফেডারেশনের সহ-সাধারণ সম্পাদক এডভোকেট আলমগীর হোসাইন। এতে আরও উপস্থিত ছিলেন ফেডারেশনের কেন্দ্রীয় প্রচার সম্পাদক জামিল মাহমুদ, আইন-আদালত সম্পাদক সোহেল রানা মিঠুসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
খুলনা মহানগরী: মহান বিজয় দিবস উপলক্ষ্যে খুলনা মহানগরীর উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মহানগর সভাপতি আজীজুল ইসলাম ফারাজী-এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান-এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি মাস্টার শফিকুল আলম।
গাজীপুর মহানগর: মহান বিজয় দিবস উপলক্ষ্যে গাজীপুর মহানগরের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মহানগর সভাপতি মোঃ মহিউদ্দিন-এর সভাপতিত্বে ও সহ-সাধারণ সম্পাদক নূর আলম-এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি মনসুর রহমান।
চট্টগ্রাম মহানগর: মহান বিজয় দিবস উপলক্ষ্যে চট্টগ্রাম মহানগরের কোতোয়ালী থানার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ফেডারেশনের মহানগরের সাধারণ সম্পাদক এস এম লুৎফর রহমান।
চট্টগ্রাম মহানগরের পাঁচলাইশ থানার উদ্যোগে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
কুমিল্লা মহানগরী: মহান বিজয় দিবস উপলক্ষ্যে কুমিল্লা আদর্শ সদর দর্জি শ্রমিক ইউনিয়নের উদ্যোগে র্যালি ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ফেডারেশনের মহানগর সভাপতি কাজী নজির আহমদ।
বরিশাল মহানগরী: মহান বিজয় দিবস উপলক্ষ্যে বরিশাল মহানগরীর উদ্যোগে র্যালি ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
নরসিংদী জেলা: মহান বিজয় দিবস উপলক্ষ্যে নরসিংদী জেলার সদর উপজেলার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ফেডারেশনের জেলা সভাপতি শামসুর ইসলাম তালুকদার।
মেহেরপুর জেলা: মহান বিজয় দিবস উপলক্ষ্যে মেহেরপুর জেলার সদর উপজেলা পশ্চিম ও মুজিবনগর উপজেলার উদ্যোগে শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ফেডারেশনের জেলা সভাপতি এস আব্দুর রউফ মুকুল।
রংপুর মহানগর: মহান বিজয় দিবস উপলক্ষ্যে রংপুর মহানগরের মাহিগঞ্জ থানার উদ্যোগে শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ফেডারেশনের মহানগর সভাপতি এডভোকেট কাওছার আলী।
বগুড়া শহর: মহান বিজয় দিবস উপলক্ষ্যে বগুড়া শহরের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন ফেডারেশনের বগুড়া শহর সভাপতি আজগর আলী।
লক্ষ্মীপুর জেলা: মহান বিজয় দিবস উপলক্ষ্যে লক্ষ্মীপুর জেলার শহর শাখার উদ্যোগে শ্রমিকদের নিয়ে ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ফেডারেশনের জেলা সভাপতি মমিনুল ইসলাম পাটোয়ারী।
কক্সবাজার জেলা: মহান বিজয় দিবস উপলক্ষ্যে কক্সবাজার জেলার উখিয়া উপজেলার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
কুষ্টিয়া জেলা: মহান বিজয় দিবস উপলক্ষ্যে কুষ্টিয়া জেলার শহর শাখার উদ্যোগে রিকশা ও ভ্যান শ্রমিকদের র্যালি অনুষ্ঠিত হয়েছে।
কুমিল্লা জেলা উত্তর: মহান বিজয় দিবস উপলক্ষ্যে কুমিল্লা জেলা উত্তরের দ্বেবিদার উপজেলার র্যালি অনুষ্ঠিত হয়েছে।
সিলেট জেলা দক্ষিণ: মহান বিজয় দিবস উপলক্ষ্যে সিলেট জেলা দক্ষিণের কানাইঘাট উপজেলার উদ্যোগে আলোচনা সভা ও সুবিধা বঞ্চিত শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
চট্টগ্রাম জেলা দক্ষিণ: মহান বিজয় দিবস উপলক্ষ্যে চট্টগ্রাম জেলা দক্ষিণের লোহাগাড়া উপজেলার উদ্যোগে র্যালি অনুষ্ঠিত হয়েছে।