বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় উপদেষ্টা এইচ এম হামিদুর রহমান আজাদ বলেছেন, শ্রমজীবী মেহনতি মানুষের অধিকার আদায়ের জন্য একদল সৎ, যোগ্য ও দক্ষ নেতৃত্বের প্রয়োজন। কেবলমাত্র সৎ ও যোগ্য নেতৃত্ব মেহনতি শ্রমিকের পক্ষে কাজ করে। অসৎ নেতৃত্ব শ্রমিকদের সাথে প্রতারণা করে।
তিনি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে রাজধানীর একটি মিলনায়তনে ট্রেড ইউনিয়ন প্রশিক্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক হারুনুর রশিদ খান-এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট আতিকুর রহমান-এর সঞ্চালনায় এতে আরও উপস্থিত ছিলেন ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি লস্কর মো. তসলিম, কবির আহমদ, সহ-সাধারণ সম্পাদক এডভোকেট আলমগীর হোসাইন, সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান, কোষাধ্যক্ষ আজহারুল ইসলাম, দপ্তর সম্পাদক নুরুল আমিন প্রমুখ।
প্রধান অতিথি বলেন, সমাজ-রাষ্ট্র সুষ্ঠুভাবে পরিচালনার জন্য যেমনি সৎ, যোগ্য ও দক্ষ নেতৃত্ব প্রয়োজন অনুরূপভাবে অধিকারহারা শ্রমজীবী মানুষের জন্য প্রয়োজন একদল সৎ, যোগ্য ও দক্ষ নেতৃত্ব। শুধুমাত্র নেতৃত্বের দুর্বলতা কিংবা সততার অভাবে শ্রমিকরা বিভিন্নভাবে নিস্পেষিত হচ্ছে। জুলুম-নিপীড়নের শিকার হচ্ছে। কর্মক্ষেত্রে যথাযথ সম্মান ও অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। ট্রেড ইউনিয়ন হলো শ্রমিকের অধিকার আদায়ের প্ল্যাটফরম। ট্রেড ইউনিয়নের নেতৃত্ব যদি সততা ও দক্ষতার সাথে কাজ করে তাহলে কোনো অপশক্তির পক্ষে শ্রমজীবী মানুষদের ঠকানো সম্ভব হবে। বরং কার্যকর ট্রেড ইউনিয়ন শ্রমিকের অধিকার আদায়ের জন্য সর্বদা সজাগ থাকবে।
তিনি বলেন, একটি আদর্শ ট্রেড ইউনিয়নের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে তার সদস্যদের প্রতি নিবিড় যোগাযোগ রাখা। সদস্যদের সুখে-দুঃখে তাদের পাশে থাকা। শুধুমাত্র আন্তর্জাতিক শ্রমিক দিবসে নামসর্বস্ব কিছু প্রোগ্রাম বাস্তবায়ন করলে তাদের দায়িত্ব শেষ হয় না। বরং বছরের পুরোটা সময় শ্রমিকদের পাশে থাকা তাদের প্রধান কর্তব্য।
সভাপতির বক্তব্যে অধ্যাপক হারুনুর রশিদ খান বলেন, শ্রমিক কল্যাণ ফেডারেশন একটি আদর্শিক শ্রমিক সংগঠন। এই সংগঠন শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের জন্য লড়াই চালিয়ে যাচ্ছে। এই লড়াইকে চূড়ান্ত সাফল্যের দিকে এগিয়ে নেওয়ার জন্য ট্রেড ইউনিয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ট্রেড ইউনিয়ন সংগঠন ও সংগঠকদের প্রশিক্ষণের জন্য আজকের এই আয়োজন।