ভারতের অযোধ্যায় বাবরি মসজিদের স্থানে রাম মন্দির নির্মাণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন।
আজ এক যৌথ প্রতিবাদ বার্তায় ফেডারেশনের সভাপতি সাবেক এমপি আ ন ম শামসুল ইসলাম ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আতিকুর রহমান বলেন, মুঘল আমলে নির্মিত ঐতিহাসিক বাবরি মসজিদ ভারতের মুসলমান সম্প্রদায়সহ সকল ধর্মের মানুষের কাছে ঐতিহাসিক নিদর্শন হিসাবে স্বীকৃত ছিল। ভারতের হিন্দুত্ববাদী গোষ্ঠী ১৯৯২ সালে পরিকল্পিতভাবে হামলা চালিয়ে বাবরি মসজিদ ধ্বংস করে দেয়। এই হামলা ভারতের কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সমর্থন নিয়ে ও দীর্ঘ মেয়াদি পরিকল্পনার ভিত্তিতে করা হয়েছিল। যা গতকাল রাম মন্দির উদ্বোধনের মধ্য বিশ্বের মানুষের সামনে উন্মেচিত হল।
বাবরি মসজিদের স্থানে রাম মন্দির ছিল এমন অকাট্ট্য প্রমাণ আজও ভারত হাজির করতে পারেনি। অযোধ্যার অন্তত বার জায়গায় রামের জন্ম হয়েছে, এমন দাবি তাদের নিজেদের মধ্যে রয়েছে। এমনকি ভারতের সার্ভেয়ার প্রতিষ্ঠান দীর্ঘদিন প্রত্নতাত্ত্বিক গবেষণা চালিয়ে কোনো প্রমাণ উপস্থাপন করতে সক্ষম হয়নি। এমতাবস্থায় ভারতের হিন্দুত্ববাদী সরকার শুধুমাত্র মুসলমানদের ঐতিহাসিক নির্দশন মুসলমানদের মন থেকে দূরীভ‚ত করার অপচেষ্টা চালিয়েছে।
ভারত ধর্মনিরপেক্ষতার আড়ালে মুসলমানদের ধর্ম পালনে বাধা সৃষ্টি করছে। তাদের জানমাল নিয়ে প্রতিনিয়ত ছিনিমিনি খেলছে। বর্তমান প্রধানমন্ত্রী গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন সময়ে দাঙ্গা সৃষ্টি করে বহু মুসলমানকে হত্যা করেছে। বিশ্ববাসী যা স্মরণ করে আজও কেঁপে উঠে।
আমরা অবিলম্বে যেখানে বাবরি মসজিদ ছিল সেখানেই বাবরি মসজিদ পুনর্নির্মাণের জোর দাবি জানাচ্ছি। মুসলমানদের ধর্মীয় ও সাংবিধানিক অধিকার নিশ্চিতের আহ্বান জানাচ্ছি। একই সাথে সারাবিশ্বের মুসলমান সম্প্রদায়, ওআইসি, জাতিসংঘসহ সকল গণতান্ত্রিক প্রতিষ্ঠানের প্রতি আহ্বান জানাচ্ছি ভারতের এই বিদ্বেষমূলক কর্মের বিরুদ্ধে জোরালো অবস্থান গ্রহণ করতে।