গতকাল রাতে রাজধানীর বেইলি রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪৬ জন নিহতসহ বহু মানুষ হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন।
আজ এক শোকবার্তায় ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি সাবেক এমপি আ.ন.ম শামসুল ইসলাম ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আতিকুর রহমান নিহত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনা করেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট কায়মনোবাক্যে দোয়া করেন।
নেতৃদ্বয় নিহত ব্যক্তিদের পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা ও দুঃখ প্রকাশ করেছেন। একই সাথে তারা সরকারের কাছে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ ও আহতদের উন্নত চিকিৎসা প্রদানের জন্য আহ্বান জানিয়েছেন।
নেতৃদ্বয় বলেন, রাজধানীসহ সারাদেশে অনাকাক্সিক্ষত দুর্ঘটনা রোধে সরকার বারবার ব্যর্থতার পরিচয় দিয়ে যাচ্ছে। তারা কাগজে কলমে ফায়ার সার্ভিসকে আধুনিক বাহিনী বললেও বাস্তবে তার প্রমাণ পাওয়া যাচ্ছে না। প্রতিটি দুর্ঘটনায় অসংখ্য বনি আদমকে প্রাণ দিতে হচ্ছে। বহু মানুষ পঙ্গুত্ববরণ করছে। জানমালের ব্যাপক ক্ষতিসাধন সত্ত্বেও সরকারের টনক নড়ছে না। আমরা আবারও ফায়ার সার্ভিসকে আধুনিক মানে উন্নীত করার জোর দাবি জানাচ্ছি। বেইলি রোডের অগ্নিকাণ্ডের সুষ্ঠু তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান করছি।
সর্বোপরি দেশবাসীকে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট মাতৃভূমিকে নিরাপদ ও বিপদ-আপদ থেকে রক্ষার জন্য দোয়া ও ক্ষমা প্রার্থনা করার আহ্বান করছি।