প্রখ্যাত আলেমেদ্বীন, মুফাসসিরে কুরআন ও বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীনের সভাপতি আল্লামা লুৎফর রহমান (৮৫)-এর ইন্তেকালে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি সাবেক এমপি আ.ন.ম শামসুল ইসলাম ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আতিকুর রহমান গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
আজ এক যৌথ শোকবার্তায় নেতৃদ্বয় বলেন, আল্লামা লুৎফর রহমান দীর্ঘ ৫০ বছরের অধিক সময় কুরআনের দাওয়াত নিয়ে দেশ-বিদেশে ছুটে বেড়িয়েছেন। সহজ-সরল ভাষায় সাধারণ মানুষকে সত্য সুন্দরের পথে অবিরত দাওয়াত দিয়ে গেছেন। পথহারা মানুষদের কুরআনের পথে নিয়ে আসার জন্য আমৃত্যু সংগ্রাম করেছেন। বিভিন্ন পথ ও মতের মানুষ তাঁর জ্ঞানগর্ভ আলোচনা শুনার জন্য দূর-দূরান্ত থেকে পঙ্গপালের ন্যায় ছুটে আসতো। তিনি সত্য উচ্চারণে কখনো পিছপা হননি।
আল্লামা লুৎফর রহমান এদেশের হাজারো আলেমের নিকট উজ্জ্বল আদর্শ ছিলেন। হাজার হাজার আলেম তৈরিতে তার ভ‚মিকা জাতি কৃতজ্ঞার সাথে আজীবন স্মরণ করবে। দ্বীনি শিক্ষার প্রসার ও বিস্তারে তার অবদান চির স্মরণীয় হয়ে থাকবে।
আমরা মরহুমের রুহের মাগফেরাত কামনা করছি। শোক সন্তপ্ত পরিবারবর্গ ও তাঁর শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন শোকাহত মানুষদের ধৈর্য ধারণ করার তাওফিক দিন। মরহুমের ভুলত্রুটি ক্ষমা করুন এবং কুরআনের খেদমত কবুল করে তাঁকে জান্নাতের উঁচু মাকাম দান করুন। আমিন।