বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরীর সাবেক সাধারণ সম্পাদক ,বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়িজ লীগের সাবেক সহ-সভাপতি, জনাব ইকবাল হোসাইন খান পাঠান (৬৭) আজ দুপুরে বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।
তার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার ও সাধারন সম্পাদক আতিকুর শোকবাণী প্রদান করেছেন।
শোকবাণীতে নেতৃবৃন্দ বলেন, ইকবাল হোসাইন খান পাঠানের মৃত্যুতে শ্রমিক কল্যান ফেডারেশন শুধু একজন অভিজ্ঞ শ্রমিক নেতাই হারালো না বরং শ্রমিক অঙ্গন হারালো একজন দক্ষ ও বর্ষিয়ান শ্রমিকনেতা। শোক বানীতে নেতৃবৃন্দ আরো বলেন, মরহুমের জীবনের সকল নেক আমল কবুল করে তাকে জান্নাতবাসী করার জন্য মহান আল্লাহ রাব্বুল আ’লামীনের কাছে দোয়া করছি। মরহুমের শোক-সন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, মহান আল্লাহ তায়া’লা তাদের এই শোক সহ্য করার তাওফিক দান করুন।
উল্লেখ্য ইকবাল হোসাইন খান পাঠান (৬৭) আজ দুপুরে বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। ইকবাল হোসাইন খান পাঠানের ১ম জানাযার নামাজ ঢাকায় সানারপাড় এলাকায় অনুষ্ঠিত হয়। জানাযায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের নারায়ণগঞ্জ মহানগরীর উপদেষ্টা মাওলানা মঈনুদ্দিন,ফেডারেশনের নারায়ণগঞ্জ মহানগরীর সভাপতি হাফেজ আব্দুল মুমিন সহ জেলা,মহানগর, থানা, ট্রেড ইউনিয়নের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
২য় জানাযার নামাজ মরহুমের নিজ বাড়ী টাঙ্গাইলের নাগরপুর থানার সলিমপুর গ্রামে অনুষ্ঠিত হবে। জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ছেলে,২ মেয়ে,নাতি- নাতনি ও আত্ব্বীয়স্বজনসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে এই নশ্বর জগত ছেড়ে চির বিদায় গ্রহন করেছেন।