কেন্দ্র ঘোষিত ১-১৫ ডিসেম্বর দেশব্যাপী শ্রমিক সেবা পক্ষ পালন উপলক্ষে দেশের বিভিন্ন জেলা, উপজেলা, মহানগরী, ট্রেডইউনিয়নে কর্মসূচি পালন করছে।
নারায়ণগঞ্জ মহানগর:
দেশব্যাপী শ্রমিক সেবাপক্ষ উপলক্ষে শুক্রবার বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নারায়ণগঞ্জ মহানগর উদ্যোগে দুঃস্থ মেধাবী ছাত্র/ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক আতিকুর রহমান। মহানগর সভাপতি আব্দুল মোমিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সোলায়মান হোসেন মুন্নার সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন ফেডারেশনের নারায়ণগঞ্জ মহানগর সহ-সভাপতি নুরুজ্জামান, মোশারফ হোসাইন। কোষাধ্যক্ষ মুন্সি মোহাম্মদ আব্দুল্লাহ ফাইসুল,শ্রমিক নেতা মুক্তিযোদ্ধা আবুল কালাম শিকদার প্রমূখ।
রাজশাহী মহানগর:
শ্রমিক সেবাপক্ষ উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজশাহী মহানগরের উদ্যোগে দরিদ্র রিকশা শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।রাজশাহী মহানগর সভাপতি আব্দুস সামাদের সভাপতিত্বে শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি মজিবুর রহমান ভূইয়া। এছাড়া স্থানীয় ট্রেডইউনিয়ন ও শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ঢাকা মহানগর দক্ষিণ:
শ্রমিক সেবাপক্ষ উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগর দক্ষিণের ডেমরা অঞ্চলের উদ্যোগে দরিদ্র শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
ডেমরা অঞ্চলের পরিচালক শ্রমিক নেতা নুরুল হকের পরিচালনায় অনুষ্ঠিত কর্মসূচিতে শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সাধারণ সম্পাদক মুহাম্মদ হাফিজুর রহমান। এসময় উপস্থিত ছিলেন শ্রমিক নেতা মাওলানা মোস্তাফিজুর রহমান মাসুম, গার্মেন্টস শ্রমিক নেতা জাহাঙ্গীর আলম প্রমূখ।
চাঁদপুর জেলা:
শ্রমিক সেবাপক্ষ উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চাঁদপুর জেলার উদ্যোগ শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়। জেলা সভাপতি অধ্যাপক রুহুল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে শীতবস্ত্র বিতরণ করেন ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্রগ্রাম বিভাগ উওরের সভাপতি সৈয়দ সরোয়ার উদ্দিন সিদ্দিকী। এইসময় স্থানিয় ট্রেডইউনিয়ন ও শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
লক্ষীপুর জেলা:
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্র ঘোষিত ১-১৫ ডিসেম্বর ১৯ শ্রমিক সেবা পক্ষ উপলক্ষে লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ উপজেলার বিভিন্ন পেশার শ্রমিকদের মাঝে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয় । উপজেলা সভাপতি আবদুল হাকিমের সভাপতিত্বে ও উপজেলা সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন ফেডারেশনের জেলা সভাপতি মমিন উল্লাহ্ পাটওয়ারী । উপস্থিত ছিলেন উপজেলার উপদেষ্টা মোস্তফা মোল্লাহ, মান্দরী ইউনিয়ন সভাপতি মাওলানা আনোয়ার হোসেন সহ শ্রমিক নেতৃবৃন্দ।
রাজবাড়ী জেলা:
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজবাড়ী পৌরসভার উদ্যোগে কৃষিজিবী শ্রমিকদের মাঝে কম্বল বিতরন করেন ঢাকা বিভাগ পশ্চিমের সিনিয়র সহ সভাপতি এস এম শাহজাহান। এসময় স্থানীয় ট্রেডইউনিয়ন ও শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কুমিল্লা জেলা দক্ষিণ:
সেবা পক্ষ উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুমিল্লা জেলা দক্ষিণের এর উদ্যোগ শ্রমিকদের মাঝে শীত বস্ত্র বিতরন করা হয়। বরুড়া উপজেলার সাধারণ সম্পাদক রেজাউল করিমের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা প্রধান উপদেষ্টা মাওলানা জাকারিয়া।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেডারেশনের জেলা নির্বাহী সদস্য হারিসুর রহমান সহ স্থানিয় ট্রেডইউনিয়ন ও শ্রমিক নেতৃবৃন্দ।