বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি সাবেক এমপি আ ন ম শামসুল ইসলাম বলেছেন, বাংলাদেশ দক্ষিণ এশিয়ার উন্নয়নশীল দেশগুলোর মধ্যে অন্যতম। আমাদের দেশের অর্থনীতিতে নারী শ্রমিকদের রয়েছে গুরুত্বপূর্ণ অবদান। বিশেষত গামেন্টর্স সেক্টরে কর্মরত নারী শ্রমিকরা দেশের কল্যাণে নিজেদের মেলে ধরেছে। তাই এই কথা আজ সর্বজন বিদিত আত্মনির্ভরশীল নারী শ্রমিক দেশের অর্থনীতির জন্য সহায়ক শক্তি। একজন নারীর আয় তার পরিবারের আর্থিক অবস্থাকে সমৃদ্ধ করে।
তিনি আজ বুধবার বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় মহিলা বিভাগ আয়োজিত পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে মহিলা শ্রমিকদের মাঝে সেলাই মেশিন বিতরণ কালে এসব কথা বলেন। ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আতিকুর রহমানের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি অধ্যাপক হারুনুর রশিদ খান, কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি আব্দুস সালাম, কেন্দ্রীয় কোষাধ্যক্ষ আজহারুল ইসলাম, কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদিকা ও মহিলা বিভাগের সেক্রেটারী শ্রমিক নেত্রী রোজিনা আক্তার, ঢাকা মহানগরী উত্তরের মহিলা বিভাগের সেক্রেটারী আমেনা বেগম ও মহানগরী দক্ষিণের মহিলা বিভাগের সেক্রেটারী দিলারা বেগম প্রমুখ।
জনাব শামসুল ইসলাম বলেন, আমাদের দেশের প্রধানতম সমস্যা হচ্ছে দারিদ্র। অসংখ্য মানুষ দারিদ্র সীমার নিচে বসবাস করছে। এই সকল মানুষের জীবনে দুঃখ-দুর্দশা সীমাহীন। দারিদ্র দূরীকরণে আমাদের দেশের শ্রমিকদের কর্মদক্ষতা অর্জনের কোন বিকল্প নেই। আত্মনির্ভরশীল শ্রমিক তার দক্ষতাকে কাজে লাগিয়ে কর্মস্থান সৃষ্টি করতে পারে। পরিবারের অর্থনৈতিক স্বচ্ছলতা বৃদ্ধির জন্য সে নিজেকে নিয়োজিত করে। আমাদের দেশে পুরুষের পাশাপাশি নারীরাও আজ কর্মমুখি। নারীরা ঘরে বাহিরে কাজ করে আত্মনির্ভরশীল হচ্ছে।
তিনি আরো বলেন, আমাদের দেশে অসংখ্য জনশক্তি রয়েছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য এই সকল জনশক্তিদের কর্মদক্ষতা নেই। ফলে দেশের একটা বড় অংশ জনশক্তি বেকার হয়ে বসে আছে। দেশের অর্থনীতির ওপর প্রতিনিয়ত চাপ সৃষ্টি করছে। এই অবস্থা থেকে মুক্তির জন্য তাদেরকে আধুনিক প্রশিক্ষণ দিয়ে কর্মমুখি করে তুলতে হবে। সরকারের পক্ষ থেকে বেকারদের আত্মনির্ভরশীল করে তোলার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে।