বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি সাবেক এমপি আ ন ম শামসুল ইসলাম বলেছেন, দেশের বিভিন্ন কলকারখানায় কর্মরত শ্রমিকরা প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছে। কর্মক্ষেত্রে আহত নিহত শ্রমিকরা তাদের ক্ষতিপূরণ পাচ্ছে না। নাম সর্বস্ব ক্ষতিপূরণ দিয়ে রাষ্ট্র তার দায়িত্ব থেকে মুক্তি পেয়ে যাচ্ছে। বর্তমানে যে আইন বলবৎ তা কোনভাবেই একজন শ্রমিকের কাঙ্খিত ক্ষতিপূরণ হতে পারে না। কিন্তু এই সামান্য ক্ষতিপূরণও একজন শ্রমিককে দেওয়া হচ্ছে না।
তিনি আজ বৃহস্পতিবার বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস-২০২১ উপলক্ষে কর্ম-অক্ষম শ্রমিকদেরকে আর্থিক সহায়তা প্রদান কালে এসব কথা বলেন। ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আতিকুর রহমানের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি লস্কর মোহাম্মদ তসলিম, কবির আহমেদ, মনসুর রহমান, কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি আব্দুস সালাম, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক নুরুল আমিন প্রমুখ।
জনাব শামসুল ইসলাম বলেন, একজন শ্রমিক তার পরিবার পরিজনের আয়ের উৎস। যখন সেই শ্রমিক কর্মক্ষেত্রে দুর্ঘটনার শিকার হোন তখন সেই পরিবারটি নিঃস্ব হয়ে পড়ে। অথচ ব্রিটিশ সরকারের আমল থেকে দুর্ঘটনার শ্রমিককে ক্ষতিপূরণ দেওয়ার বিধান রয়েছে। কিন্তু সেই আইন এখনো আমাদের দেশে যথাযথভাবে কার্যকর হয়নি। লোক দেখানো কিছু সহযোগিতা দিয়ে রাষ্ট্র-মালিক তাদের দায় সারছে। অবিলম্বে কর্মক্ষেত্রে দুর্ঘটনার শিকার শ্রমিকদের যথাযথ ক্ষতিপূরণ দেওয়ার আইন করে তার প্রয়োগ করতে হবে।
তিনি আরো বলেন, বর্তমান আইনে দুর্ঘটনার শিকার একজন শ্রমিককে মাত্র এক লক্ষ টাকা দেওয়ার বিধান রাখা হয়েছে। বর্তমান বাজারে এই টাকা দিয়ে একজন অক্ষম শ্রমিকের পক্ষে কোন কিছু করা সম্ভব না। কর্মক্ষেত্রে দুর্ঘটনায় আহত-নিহতদের জন্য একটি চলতি বাজার অনুযায়ী ক্ষতিপূরণের মানদন্ড নির্ধারণ করতে হবে। এক্ষেত্রে আন্তর্জাতিক শ্রম আইনের সাথে সম্বনয় করতে হবে। নিহতদের শ্রমিকদের ক্ষেত্রে স্বাভাবিক কর্মজীবনের বেতন, গ্র্যাচুইটি, পোষ্যদের জীবন-জীবিকার জন্য অনুমতি খরচ, পোষ্যদের মধ্য হতে একজনকে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। আহত তথা কর্ম-অক্ষম শ্রমিকদের জন্য চিকিৎসার ব্যয় বহন, শ্রমিকের স্বাভাবিক কর্মজীবনের বেতন, গ্র্যাচুইটি, অক্ষম ব্যক্তির উপযোগী কর্মসংস্থানের ব্যবস্থা করাসহ আনুষঙ্গিক ব্যয় বহন করতে হবে।
তিনি আরো বলেন, দুর্ঘটনার পর অধিকাংশ ক্ষেত্রে ক্ষতিপূরণ কে দিবে এই তর্ক করে সময় পার করে দেওয়া হয়। একটি পর্যায় এসে দুর্ঘটনার শিকার শ্রমিকের কোন খোঁজ নেওয়া হয় না। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই ক্ষতিপূরণ দিবে মালিক পক্ষ। রাষ্ট্র শ্রমিকের ক্ষতিপূরণ আদায়ে সম্বনয় করবে। কোন ভাবে শ্রমিকের ন্যায্য অধিকার নিয়ে যেন কেউ টালবাহানা করতে না পারে এই জন্য রাষ্ট্রের পাশাপাশি আমাদের সকলকে সজাগ থাকতে হবে।
সারাদেশে নিম্মোক্ত শাখায় আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচি পালিত হয়েছে
ঢাকা মহানগরী দক্ষিণ
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগরী দক্ষিণের ঢাকা পরিবহন শ্রমিক ফেডারেশনের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়নের সভাপতি মাহবুবুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি কবির আহম্মাদ। এই সময় উপস্থিত ছিলেন পরিবহন শ্রমিক নেতা নুরুল হক, ইসমাইল হোসেন, আহসান উল্লাহ প্রমুখ।
সিলেট মহানগরী
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগরীর শাহপরান রিক্সা শ্রমিক ইউনিয়নের উদ্যোগে শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ট্রেড ইউনিয়ন সম্পাদক মোঃ রাসেলের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন সিলেট মহানগরী সভাপতি এডভোকেট জামিল আহমদ রাজু। এই সময় উপস্থিত ছিলেন শ্রমিক নেতা আব্দুল বাছেত, হাবিবুর রহমান প্রমুখ।
রাজশাহী মহানগরী
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজশাহী মহানগরীর উদ্যোগে মহিলা শ্রমিকদের মাঝে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মহানগরী সভাপতি আব্দুস সামাদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ফেডারেশনের মহানগরীর উপদেষ্টা ড. কেরামত আলী।
ময়মনসিংহ মহানগরী
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ময়মনসিংহ মহানগরীর উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিসিক ইউনিটের সভাপতি মাহমুদুল হাসানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ফেডারেশনের মহানগরীর উপদেষ্টা শহীদুল্লাহ কায়সার। বিশেষ অতিথি মহানগরী সভাপতি আনোয়ার হাসান সুজন।
চট্টগ্রাম মহানগরী
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরীর আন্দরকিল্লা দোকান কর্মচারী ইউনিয়নের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়নের সভাপতি জাহেদুল ইসলাম তুহিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ফেডারেশনের মহানগরীর সদর অঞ্চলের সভাপতি মকবুর আহম্মাদ ভুইয়া।
খাগড়াছড়ি পার্বত্য জেলা
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন খাগড়াছড়ি পার্বত্য জেলার উদ্যোগে শ্রমিকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। এই সময় উপস্থিত ছিলেন ফেডারেশনের জেলা সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক অলিউর রহমান, কোষাধ্যক্ষ মোহাম্মদ ইলিয়াস সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
চাঁদপুর জেলা
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার রিক্সা-ভ্যান শ্রমিক ইউনিয়নের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়নের সভাপতি শফিকুল ইসলামে সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ফেডারেশনের জেলা সভাপতি অধ্যাপক রহুল আমিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলার উপদেষ্টা আবুল হোসেন। এই সময় উপস্থিত ছিলেন পৌরসভা সভাপতি ফখরুল ইসলাম, শ্রমিক নেতা কবির হোসেন, জাহাঙ্গির হোসেন প্রমুখ।
মুন্সিগঞ্জ জেলা
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মুন্সিগঞ্জ জেলার উদ্যোগে শ্রমিকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। এই সময় উপস্থিত ছিলেন ফেডারেশনের জেলা সভাপতি খিজির আব্দুস ছালাম, সিরাজদিখান উপজেলা সভাপতি আব্দুল আলী, সিরাজদিখান পশ্চিম উপজেলা সভাপতি নুরুজ্জামান সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
মৌলভীবাজার জেলা
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মৌলভীবাজার জেলার উদ্যোগে পরিবহন শ্রমিকদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। এই সময় উপস্থিত ছিলেন ফেডারেশনের জেলার উপদেষ্টা আব্দুল মান্নান, জেলা সভাপতি মোঃ আলাউদ্দিন শাহ, পৌরসভার সভাপতি আলকাছুর রহমান প্রমুখ।
ভোলা জেলা
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ভোলা জেলার উদ্যোগে মহিলা শ্রমিক সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার উপদেষ্টা জাহেরুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ফেডারেশনের জেলা সভাপতি মোঃ হারুনুর রশিদ। বিশেষ অতিথি ছিলেন শ্রমিক নেত্রী ফাহিনুর বেগম।
বগুড়া শহর
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বগুড়া শহরের উপশহর সাংগঠনিক থানার উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। থানা সাধারণ সম্পাদক শফিকুল ইসলামের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন বগুড়া শহর সভাপতি আজগর আলী। বিশেষ অতিথি ছিলেন থানা উপদেষ্টা আব্দুল হামিদ বেগ। এই সময় উপস্থিত ছিলেন শ্রমিক নেতা আতিকুজ্জামান, রুস্তম আলী প্রমুখ।
রংপুর জেলা
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রংপুর জেলার চাতাল শ্রমিক ইউনিয়নের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জেলা সভাপতি আব্দুুল গণির সভাপতিত্বে ও ইউনিয়ন সভাপতি আতিকুজ্জামান আপেলের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন জেলার উপদেষ্টা গোলাম রাব্বানী। বিশেষ অতিথি ছিলেন রংপুর অঞ্চলের সহকারী পরিচালক আবুল হাশেম বাদল।
নাটোর জেলা
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সভাপতি মোঃ মফিজ উদ্দীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শোয়েব হোসেনের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন জেলার সাধারণ সম্পাদক আফতাব উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন ফেডারেশনের উপজেলার উপদেষ্টা আব্দুল খালেক মোল্লা।
বি-বাড়িয়া জেলা
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বি-বাড়িয়া জেলার কসবা উপজেলার উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সভাপতি মোঃ জামাল মিয়ার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলার উপদেষ্টা কাজী ইয়াকুব আলী। বিশেষ অতিথি ছিলেন ফেডারেশনের জেলা সভাপতি আমিনুল ইসলাম। এই সময় উপস্থিত ছিলেন সিরাজুল ইসলাম, সালাহ উদ্দিন প্রমুখ।
খুলনা জেলা উত্তর
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন খুলনা জেলা উত্তরের উদ্যোগে শ্রমিকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। এই সময় উপস্থিত ছিলেন ফেডারেশনের জেলা সভাপতি মুস্তফা আল মুজাহিদ, সাধারণ সম্পাদক আলী আকবর মোড়ল, শ্রমিক নেতা জাহাঙ্গির হোসেন, আব্দুল হালিম সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বরিশাল জেলা পূর্ব
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বরিশাল জেলা পূর্বের মেহেন্দিগঞ্জ উপজেলার উদ্যোগে শ্রমিকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলা সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আক্তার হাওলাদারের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন জেলা পূর্বের সভাপতি জহির উদ্দিন ইয়ামিন। এই সময় উপস্থিত ছিলেন শ্রমিক নেতা নূরে রাব্বি নাঈম, ফিরোজ আলম প্রমুখ।
এছাড়াও জেলা-উপজেলাসহ বিভিন্ন স্থানে কেন্দ্র ঘোষিত বিভিন্ন কর্মসূচি পালন করেছে।