চলমান সরকার বিরোধী আন্দোলনে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কুষ্টিয়া জেলার সহ-সভাপতি আবদুর রহিম, কক্সবাজার জেলার সাধারণ সম্পাদক সৈয়দ নুর, ঠাকুরগাঁও জেলার সাধারণ সম্পাদক বদরুল ইসলাম, চট্টগ্রাম মহানগরের অটোরিকশা-সিএনজি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ ও পরিবহন সেক্টরের সাধারণ সম্পাদক মোরশেদ আলমসহ সারাদেশে এই সপ্তাহে ২০ জনসহ শতাধিক নেতাকর্মীকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন।
আজ এক যৌথ বিবৃতিতে ফেডারেশনের সভাপতি সাবেক এমপি আ ন ম শামসুল ইসলাম ও সাধারণ সম্পাদক এডভোকেট আতিকুর রহমান বলেন, নির্বাচন যত ঘনিয়ে আসছে পুলিশ ততোই বেপরোয়া হয়ে উঠছে। আমরা বারবার পুলিশের দৃষ্টি আকর্ষণ করে বলে আসছি, পুলিশ রাষ্ট্রীয় বাহিনী। একে কোনো রাজনৈতিক দলের অঙ্গ সংগঠনে পরিণত করবেন না। কিন্তু আমাদের মনে হচ্ছে, অতি উৎসাহী কিছু মানুষের ইশারায় পুলিশ বাহিনী পরিচালিত হচ্ছে। ফলে সংখ্যাগরিষ্ঠ মানুষের কথা আমলে না নিয়ে ঘুরেফিরে একটি রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়নে মনোযোগী হচ্ছে।
পুলিশ রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য এতোইটা উন্মুখ হয়ে গেছে তারা বিবেচনা করার সময় পাচ্ছে না, কারা রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত আর কে না। ফলে রাস্তাঘাট হতে শুরু করে কর্মস্থল, এমনকি মধ্য রাতে ঘুমন্ত মানুষকে গ্রেফতার করতে দ্বিধা করছে না। আজ পুলিশের জন্য সাধারণ শ্রমজীবী মানুষরা আতঙ্কিত হয়ে পড়েছে। শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে যারা অবিরত রাজপথে সংগ্রাম করছে পুলিশ তাদেরকেও ধরে নিয়ে আসছে। একই সাথে শ্রমিক নেতাদের সাথে যোগাযোগ আছে এমন শ্রমিককেও পুলিশ গ্রেফতার কারাগারের অন্ধপ্রকোষ্ঠে নিক্ষেপ করেছে।
পুলিশের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের কাজ অবিলম্বে বন্ধ করতে হবে। শ্রমজীবী মানুষদের কর্মস্থল ও বাড়িতে পুলিশী অভিযানের নামে অনর্থক হয়রানি বন্ধ করতে হবে। যে সকল নেতাকর্মীদের গ্রেফতার করা হয়েছে মিথ্যা মামলা প্রত্যাহার পূর্বক তাদের নিঃশর্ত মুক্তি দিতে হবে।
আমরা সরকার ও পুলিশ প্রশাসনের উদ্দেশ্যে বলতে চাই, শ্রমিকরা শান্তি প্রিয় মানুষ। দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষদের জীবন নিয়ে ছিনিমিনি খেলার অর্থ আপনারা উপলব্ধি করতে পারছেন না। শ্রমিকদের নিয়ে খেলা আর আগুন হাত দিয়ে ধরা একই কথা। শ্রমিকদের ওপর আপনাদের শোষণ-নির্যাতন অব্যাহত থাকলে আগামী দিনে যথাযথ জবাব পাওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে। শ্রমিকরা আসন্ন নির্বাচনে ব্যালট বিপ্লবের মাধ্যমে আপনাদের সকল অন্যায়-অবিচারের মোক্ষম জবাব দিবে। যা আপনাদের জন্য মোটেও সুখকর হবে না।