কল্যাণ প্রকাশনীর চেয়ারম্যান সাবেক এমপি আ ন ম শামসুল ইসলাম বলেছেন, শ্রমিক আন্দোলন মজবুতি অর্জনে শ্রমবান্ধব লেখকদের এগিয়ে আসতে হবে। শ্রমিকদের নানাবিধ সমস্যা সমাধান ও দেশগঠনে তাদের অসামান্য ভূমিকা সমাজের মানুষের কাছে তুলে ধরতে প্রচুর বই লিখতে হবে। লেখকদের শ্রমবান্ধব বই কল্যাণ প্রকাশনী প্রকাশ করতে প্রস্তুত আছে। আশাকরি কল্যাণ প্রকাশনীর প্রকাশিত বই শ্রমিক আন্দোলন গতিশীল করতে ঐতিহাসিক ভূমিকা রাখবে।
তিনি আজ রাজধানীর একটি অডিটোরিয়ামে কল্যাণ প্রকাশনী আয়োজিত নতুন বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন। কল্যাণ প্রকাশনীর ব্যবস্থাপনা পরিচালক জামিল মাহমুদ-এর সঞ্চালনায় এতে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন লেখক-পাঠক ও কল্যাণ প্রকাশনীর কর্মকর্তাবৃন্দ।
আ ন ম শামসুল ইসলাম বলেন, দেশের দুই তৃতীয়াংশ মানুষ শ্রমজীবী। দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষেরা নানা সমস্যায় জর্জরিত। তাদের কেউ খোঁজ খবর রাখে না। অথচ তাদের রক্ত ঘামে দেশের অর্থনীতি সচল থাকে। তাদের পরিশ্রমের বদৌলতে দেশ মজবুত অথনৈতিক কাঠামোর ওপর দাঁড়ায়। তাদের এই ভূমিকা নিয়ে কেউ কথা বলে না। লেখকদের প্রতি আমাদের আহ্বান হচ্ছে, আপনারা শ্রমজীবী মানুষের জীবন গবেষণা করুন। তাদের সমস্যাগুলো চিহ্নিত করে সমাজের মানুষের কাছে তুলে ধরুন। আমরা মনে করি, সমাজ-রাষ্ট্র গঠনে শ্রমজীবী মানুষের ভূমিকা নিয়ে অসংখ্য বই প্রকাশের সুযোগ আছে।
নতুন প্রকাশিত বইগুলো হচ্ছে, অধ্যাপক মুজিবুর রহমান রচিত আল কাসিবু হাবিবুল্লাহ, অধ্যাপক হারুনুর রশিদ খান রচিত বিশ্বনবীর পরিবারে ৩ গোলাম ও দারসুল হাদিস, এডভোকেট শেখ আনসার আলী রচিত মাওলানা মওদূদীর চিন্তাধারায় শ্রমিক আন্দোলন, ড. নূরুল ইসলাম রচিত প্রচলিত শ্রমনীতি বনাম ইসলামী শ্রমনীতি, এডভোকেট আতিকুর রহমান রচিত ইসলামের দৃষ্টিতে শ্রমিক-মালিক সম্পর্ক, শ্রমিক নেতৃত্ব ও অধীনদের সাথে আচরণে রাসুলুল্লাহ (সা.)এর সুন্নাহ, ড, জি এম শফিকুল ইসলাম রচিত রাসুলুল্লাহ (সা.) ঘোষিত শ্রমনীতিতে শ্রমিকের অধিকার, হাফিজুর রহমান রচিত মানুষ পরিচয় : জীবনের ব্যাপ্তি ও পরিধি এবং কল্যাণ প্রকাশনী লিখিত শ্রমিক সংকলন।